নিরাপত্তারক্ষীদের বিরিয়ানির বিল ২৭ লক্ষ টাকা, টাকা জোগাড়ে হিমশিম পাকিস্তান

পাকিস্তানের মতো জায়গায় জিভে জল আনা লোভনীয় বিরিয়ানির খাওয়ার লোভ সামলাতে পারেননি নিরাপত্তা কর্মীরাও।

0
51

খাস খবর ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করা নিয়ে নানান বিতর্ক চলছে। ওয়ানডে ম্যাচ শুরুর ঠিক আগে নিরাপত্তার কারণ দেখিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল সফর বাতিল করেছিল। পাকিস্তান সরকার কিউয়িদের সফর বাতিল করার ঘটনায় ভারতকে দোষ দিয়েছে। অভিযোগ করেছে যে কিউয়ি বোর্ডকে পাঠানো হুমকি ইমেইল ভারতের কোনও অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।

তবে ইতিমধ্যেই অন্য একটি বিষয়ে সাড়া ফেলে দিয়েছে। সেটা হল বিরিয়ানি। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিরিয়ানির লোভ কি আর সহজে সামলানো যায়। দোষ আর কি? পাকিস্তানের মতো জায়গায় জিভে জল আনা লোভনীয় বিরিয়ানির খাওয়ার লোভ সামলাতে পারেননি নিরাপত্তা কর্মীরাও। নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে আট দিন ছিল। সেই সময় নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তায় নিয়োজিত পাকিস্তানি নিরাপত্তা কর্মীরা ২৭ লক্ষ টাকার বিরিয়ানি খেয়েছিল। এমনটাই দাবি উঠেছে নিরাপত্তা কর্মীদের নিয়ে।

- Advertisement -

আরও পড়ুন: কিউয়ি বোর্ডকে হুমকি ইমেল ভারত থেকে পাঠানো হয়েছিল, দাবি পাক মন্ত্রীর

নিউজিল্যান্ড ক্রিকেট দল আট দিন ইসলামাবাদের সেরেনা হোটানে ছিল। এখানে তাদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ক্যাপিটাল টেরিটরি পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেখানে প্রায় ৫০০ জন পুলিশ সদস্য ডিউটি ​করছিলেন। এই পুলিশ সদস্যদের খাবার খরচ হয়েছে প্রায় ২৭ লক্ষ। মাত্র আট দিনের মধ্যে এত বিল দেখে হতবাক সকলে। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের জন্য দুইবার বিরিয়ানি আসত।

আরও পড়ুন: IPL 2021: প্লে অফের দৌড় থেকে বাইরে হায়দ্রাবাদ, কঠিন লড়াই পাঞ্জাবেরও

বিলটি মেটানোর জন্য তা অর্থ দফতরে পৌঁছালে ঘটনাটি প্রকাশ্যে চলে আসে। আরও খতিয়ে দেখার জন্য সেই সময় বিলটি আটকে দেওয়া হয়েছিল। বলা বাহুল্য যে, ফ্রন্টিয়ার কনস্টেবুলেরির সেনারাও নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তার জন্য মোতায়েন ছিল। তাদের খাবারের বিল এখনও আসেনি, কারণ তাদের খাবার আলাদাভাবে আসত। সিরিজ হলেও এত প্রশ্ন উঠত না। কিন্তু সিরিজের ক্ষতির পর এত টাকার বিরিয়ানির বিল মেটাতে হিমশীম খেতে হবে পাক বোর্ডকে।