নালায় রক্তাক্ত দেহ, খবর পেয়েও গেলেন না পরিজনেরা- রহস্যমৃত্যু ঘিরে রণক্ষেত্র কাঁথি

0
813

কাঁথি: রাস্তার পাশ থেকে এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। পরিকল্পিত খুনের অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। অবশেষে বাসিন্দাদের বুঝিয়ে মৃতদেহটি উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় মৃত যুবকের দাদা সিতাংশু দাসকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ মরার ওপর খাঁড়ার ঘা: অতিবৃষ্টিতে চাষি থেকে মধ্যবিত্ত, মাথায় হাত সকলেরই

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম শিবশঙ্কর দাস (৪৫)। তার বাড়ি কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি থানার ফুলবনি গ্রাম পঞ্চায়েতের হিরাকালা গ্রামে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশের ড্রেনে ওই ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যাক্তির মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে দাবি, স্থানীয়দের। মৃত ব্যাক্তির পরিবারে খবর দেওয়া হলেও প্রথমে ঘটনাস্থলে বাড়ির কেউ আসেননি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। এরপরই এলাকার উত্তেজিত বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের দাবি, অবিলম্বে দোষীকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। অবশেষে ঘটনাস্থলে ছুটে আসেন মৃত ব্যাক্তির বৃদ্ধা মা। স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুনঃ বাজারে এল রুপোলি শস্য, ইলিশের গন্ধে ম ম করবে রান্নাশাল

এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন সামন্ত বলেন, “এলাকাবাসীদের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখি মৃত্যুর পেছনে কিছু রহস্য রয়েছে। তবে জমিজমা সংক্রান্ত নিয়ে পরিবারের মধ্যে একটা সমস্যা চলছিল কিছুদিন ধরে। এলাকাবাসী ও আমার একটাই দাবি ময়না তদন্তের যেন সঠিকভাবে হয়। পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। দোষী ব্যক্তিকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।”

কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন’ “ব্যাক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনোও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে।” পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য মৃত যুবকের দাদা সিতাংশু দাসকে আটক করা হয়েছে।