‘মদন মিত্র রেজিস্টার্ড মাতাল’, হঠাৎ কেন একথা বললেন বিজেপির নেতা

0
95

কলকাতা: রাজ্যপালের দায়িত্বে আসার পর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সঙ্গে সিভি আনন্দ বোসের যে মধুর সম্পর্ক বারে বারে সামনে এসেছে তা এখন অতীত। শুরু হয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। সোমবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মদন মিত্র। তাঁর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা কটাক্ষ করেন বিজেপি নেতা সজল ঘোষ।

আরও পড়ুন: মন্ত্রীর উল্টো পথে হাঁটলেন বিধায়ক, মাধ্যমিকের সময় মাইক হাতে জড়ালেন বিতর্কে

- Advertisement -

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজল ঘোষ বলেন, “সরকার মদের মল খুলেছে সেখান থেকে বেরিয়ে এসেছেন মদন মিত্র। উনি রেজিস্টার্ড মাতাল ওর কথার কোন গুরুত্ব নেই।”

এছাড়া, মেঘালয়ের ফলাফল নিয়ে আশাবাদী সজল ঘোষ। তাঁর দাবি, ওই রাজ্যে‌ বিজেপি জিতবে। বাংলার সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস অনেক চেষ্টা করেছে। আসলে ওরা জাতীয় এবং আন্তর্জাতিক দল হওয়ার লক্ষ্যে চেষ্টা করছে। কুঁজোর মাঝে মধ্যে চিৎ হয়ে শোওয়ার ইচ্ছে হয়। তৃণমূল কংগ্রেস ওখানে কিছু করতে পারবে না।”

আরও পড়ুন: অঙ্ক পরীক্ষার আগে ছুটি নেই, উপনির্বাচনের কারণে রুটিন বদলে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগের ঘটনায় আওয়াজ চড়িয়েছেন বাংলার রাজ্যপাল। আইনশৃঙ্খলার অবনতি হলে তিনি চুপ থাকবেন না বলেও জানিয়েছেন। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় কড়া ভাষায় সিভি আনন্দ বোসের সমালোচনা করা হয়। লেখা হয়, ‘জগদীপ ধনখড়ের পথ দ্রুত অনুসরণ করে নেমে পড়েছেন বাংলার রাজ্যপাল। মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন।’ রাজ্যপালকে নিয়ে কামারহাটি বিধায়কের দাবি, রাজ্যপাল অ‌ আ ক খ শিখছেন। কিন্তু রাজ্য রাজনীতির কিছুই বোঝেন না তিনি।