বড় ঘোষণা রেলের, এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

0
53
Vande Bharat Express

শিলিগুড়ি: বড় ঘোষণা রেলের। উত্তরবঙ্গের এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। গন্তব্য হাওড়া। সোমবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা। তিনি জানিয়েছেন, আগামী বছরই শুরু হয়ে যাবে এই ট্রেন পরিষেবা৷

বস্তুত, দার্জিলিং মেল এনজেপি থেকে সরে যাওয়ায় জনমানসে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার হয়েছিল। তবে শেষমেষ রেলের তরফে এনজিপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ঘোষণা সামনে আস্থায় স্থানীয় মহলে নতুন করে স্বস্তির ছাপ। রেল সূত্রের খবর, ইতিমধ্যে নয়া রেল পরিষেবার কাজও শুরু হয়ে গিয়েছে৷ সবকিছু ঠিকভাবে এগোলে ২০২৩ সালের শেষের দিক থেকেই এই ট্রেন পরিষেবা শুরু হবে।

- Advertisement -

সেক্ষেত্রে দ্রুত গতির এই ট্রেন চলাচলের জন্য শুরুতেই মালদহ থেকে এনজেপি পর্যন্ত রেল ট্র‍্যাকের উন্নতি করা হবে৷ দ্রুততার সঙ্গে সেই কাজ শেষে মেইটেনেস ফেসিলিটির বিষয়টি সুনিশ্চিত করা হবে। এরপরেই শুরু হবে বন্দে ভারতের পথ চলা। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা বলেন, ‘‘ভারতীয় রেল তাঁর দেশবাসীকে সর্বোচ্চ পরিষেবা দিতে বদ্ধ পরিকর৷ সেই কারণেই স্থানীয় চাহিদা মেনে এনজেপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷’’ নয়া এই দ্রুতগতির ট্রেন (Vande Bharat Express) পরিষেবা চালু হলে দক্ষিণের সঙ্গে উত্তরের যোগাযোগের ব্যবধানও অনেকখানি কমে যাবে৷ স্বভাবতই, খুশির হাওয়া উত্তরের মানুষের মধ্যে৷

আরও পড়ুন: এসএসকেএম-কাণ্ডের জের: জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর