এসএসকেএম-কাণ্ডের জের: জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
30
mamata on akhil giri

কলকাতা: রবিবার গভীর রাতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) চত্বর। হাসপাতালের ট্রমা সেন্টারে ভাঙচুর চালানোর পাশাপাশি জুনিয়র চিকিৎসকদেরও মারধর করা হয় বলে অভিযোগ৷ ওই ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রোগীর পরিজনদের হাতে জুনিয়র চিকিৎসকদের প্রহৃত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন তিনি৷ একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, ‘‘জুনিয়র চিকিৎসকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ এখন থেকে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্য প্রশাসন।”

সোমবার সকালে জি২০ বৈঠকে যোগ দিতে আকাশ পথে দিল্লি রওনা দেন মুখ্যমন্ত্রী৷ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘যেকোনও মৃত্যু দুঃখজনক৷ কিন্তু মারধর বা ভাঙচুরের ঘটনা ঠিক নয়৷’’ এরপরই প্রহৃত চিকিৎসকদের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখপ্রকাশের পাশাপাশি ঘটনার সময় সিনিয়র চিকিৎসকের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও৷ কারণ, এসএসকেএম হাসপাতালে রয়েছে পুলিশের স্থায়ী ক্যাম্প৷ তা সত্ত্বেও কীভাবে হামলা, সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ পাশাপাশি জানিয়ে দিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা বিষয়টি যাতে আরও সুরক্ষিত করা যায়, সেদিকে নজর দেবে রাজ্য৷

- Advertisement -

বস্তুত, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ৷ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর চালান একাংশ রোগীর আত্মীয়রা৷ মারধর করা হয় চিকিৎসকদেরও৷ ওই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকেরা৷ যেভাবে মাঝরাতে ডিউটি করতে গিয়ে রোগীর পরিজনদের হামলার মুখোমুখি হতে হয়েছে, তাতে নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী এদিন দিল্লি রওনা দেওয়ার আগে বলেন, ‘‘ঘটনাটি দুর্ভাগ্যজনক৷ সোমবার সকালেই আমি সুপারকে ফোন করে ওদের জন্য সরি বলেছি।” চিকিৎসকদের মারধরের ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি৷ এদিকে এদি মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ঘোষণা করার পরই নতুন করে প্রশ্ন উঠছে, এতদিন তাহলে কি জেনে বুঝে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি?

আরও পড়ুন: শুভেন্দুর ডেরায় বিপাকে তৃণমূল, বিস্ফোরণের অকুস্থলে বোম্ব স্কোয়াড