কিডনি প্রতিস্থাপনের পর ICU-তে Lalu Prasad Yadav, কেমন আছেন বাবা জানালেন ছেলে তেজস্বী

0
60

খাস ডেস্ক: আজ পূর্বনির্ধারিত সূচী মেনেই হয়েছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন। এই অস্ত্রপ্রচারের জন্য লালুপ্রসাদের সঙ্গেই ছিলেন তাঁর সমস্ত পরিবার। কিডনি দিয়েছেন লালুর দ্বিতীয় কন্যা, রোহিণী আচার্য। অস্ত্রপ্রচার হয়ে গিয়েছে।  কিডনি প্রতিস্থাপনের পর বাবা লালু কেমন রয়েছেন  জানালেন পুত্র তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

সিঙ্গাপুর থেকে  তেজস্বী যাদব সোমবার একটি টুইটে বলেছেন, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালু প্রসাদ যাদবের সিঙ্গাপুরে একটি সফল কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়েছে এবং  তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।  টুইটে তিনি লিখেছেন, “বাবার কিডনি প্রতিস্থাপনের অপারেশন সফল হওয়ার পর তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দাতা বড় বোন রোহিণী আচার্য ও জাতীয় সভাপতি দুজনেই সুস্থ আছেন। আপনার প্রার্থনা এবং শুভ কামনার জন্য আপনাকে ধন্যবাদ।”

- Advertisement -

আরজেডি সভাপতি, যিনি একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছিল। চিকিৎসকের পরামর্শ মেনে  তাঁর মেয়ে রোহিনী আচার্য সিঙ্গাপুরে বাবাকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দিয়েছেন দিয়েছেন। এই অস্ত্রপ্রচারের আগে ‘Ready to rock and roll’ লিখে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন কন্যা রোহিণী। বড়  এই অস্ত্রপ্রচারের জন্য লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ সহযোগী ভোলা যাদব, তাঁর ছেলে তেজস্বী যাদব এবং তাঁর রাজনৈতিক উপদেষ্টা সঞ্জয় যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং বড় মেয়ে মিসা ভারতী আরজেডি প্রধানের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন। লালুপ্রসাদ যিনি জামিনে রয়েছেন। পশুখাদ্য মামলায় জড়িত থাকার জন্য জেলে বন্দী হয়েছেন এবং চিকিৎসার জন্য দিল্লি ও রাঁচিতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ডায়াবেটিস, রক্তচাপ এবং কিডনির সমস্যা সহ একাধিক রোগে ভুগছেন।