গুজরাট নির্বাচনে কি হবে বিজেপির ফলাফল, ভবিষ্যৎবাণী করলেন মমতা

0
44
mamata banerjee visit tripura for election

কলকাতা: গুজরাট নির্বাচন(Gujarat Election) নিয়ে চলছে জোর চর্চা। প্রধানমন্ত্রীর জন্মভূমিতে গদি দখলের লড়াইয়ে কে জিতবে তা নিয়ে চলছে জোর জল্পনা। রাজনৈতিক স্তরে এখন গুজরাট নিয়ে বিজেপির অবস্থা কি হতে চলেছে তার দিকে নজর সকলের। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাট নিয়ে বিজেপির অবস্থা ঠিক কি হতে চলেছে তা নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেললেন। গুজরাটের দ্বিতীয় দফার ভোটের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘বিজেপি ১০০-ইয় ১০০ পাবে’।

আরও পড়ুনবড় ঘোষণা রেলের, এনজেপি থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

- Advertisement -

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে প্রশ্ন জাগলেও এর নেপথ্যের কারণ ব্যাখ্যা করে দিয়েছেন স্বয়ং মমতাই। আদতে বিজেপির এহেন ফলাফলের প্রত্যাশা মমতা করছেন তাতে হতবাক সকলেই! তবে মুখ্যমন্ত্রী যে আসলে এই মন্তব্যের মাধ্যমে ফের বিজেপিকে একহাত নিয়েছেন তা তাঁর মন্তব্যের ব্যাখ্যা শুনলেই বোঝা যাচ্ছে। তিনি এদিন বলেন, ‘নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার সময়ও রোড শো করেন প্রধানমন্ত্রী। ওরা তো স্পেশাল! এর জন্য নির্বাচনী বিধি ভঙ্গ হয় না। তাহলে তো বিজেপি ১০০-য় ১০০ পাবেই’। আসলে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগ তুলে এই মন্তব্য করেন। এদিন কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা নির্বাচনী বিধি নিষেধ মেনে চলি। ওদের ক্ষেত্রে হয়ত বিশেষ ছার আছে। আমি মনে করি নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে তা সঠিক। ওদের জন্য হয়ত আলাদা ব্যবস্থা’।

আরও পড়ুনবউয়ের কড়া হুমকি, আর্জেন্টিনা ছেড়ে বাধ্য হয়ে ব্রাজিলকে সমর্থন স্বামীর

প্রসঙ্গত, বিশেষ নজর রাখার বিষয় এটাই যে আহমেদাবাদের ১৬ টি শহরে আসন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ কারণ ১৯৯০ সাল থেকে এই জায়গাগুলোতে বিজেপির আধিপত্য। আহমেদাবাদে কংগ্রেস ২০১২ সালের দুটি আসন থেকে গত নির্বাচনে কংগ্রেস ৪ টি আসন বৃদ্ধি করেছে। তবে এবার লড়াই হবে আরও হাড্ডাহাড্ডি কারণ কংগ্রেস ছাড়াও বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আম আদমি পার্টি (AAP)। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল ১৬টি আসনেই প্রার্থী দিয়েছে যা আকর্ষণীয় লড়াই তৈরি করেছে। সব মিলিয়ে গুজরাট(Gujarat Election) জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।