Attack on BJP: ফের বিজেপি কর্মীদের ওপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

0
91

ময়না: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। ফের পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগ উঠল। এবার পুলিশের পোশাক পরে হামলা চালানোর অভিযোগ। আর এই অভিযোগের তীর উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই এলাকার সক্রিয় বিজেপি কর্মী মধুসূদন রানা ও জয়দেব রানা।

আরও পড়ুন-Fraud Case: প্রায় ১২ কোটি টাকার প্রতারণা, পুলিশের জালে চিকিৎসক

- Advertisement -

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা বাকচা অঞ্চলের খিদিরপুরে। সোমবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা বিজেপি কর্মী সমর্থকদের উপর ধারাল অস্ত্র ও গ্যাস কাটার দিয়ে হামলা চালায়। এই হামলায় আহত হয় এলাকার সক্রিয় বিজেপি কর্মী মধুসূদন রানা ও জয়দেব রানা। এরপর দুজনকে উদ্ধার করে প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে ওই দুই কর্মীর চিকিৎসা চলছে।

বিজেপির অভিযোগ, ময়না বিধানসভা বাকচা অঞ্চলের খিদিরপুরে গ্রামের গোলাপাতাতে দুই ভাই মধুসূদন রানা ও জয়দেব রানা বিজেপি সমর্থক। সোমবার সন্ধ্যায় স্থানীয় এলাকায় বসেছিলেন দুই ভাই। তখনই পুলিশের জলপাই পোশাক পরে তৃণমূল আশ্রিত দুস্কৃতিকারীরা ধারাল অস্ত্র নিয়ে এসে দুই ভাইয়ের উপর চড়াও হয়। ধারাল অস্ত্র ও গ্যাস কাটার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে ওই বিজেপি দুই কর্মীকে।

এরপর ওই দুই কর্মীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে সেখান থেকে চম্পট দেয় পুলিশের পোশাকধারী দুষ্কৃতিকারীরা। স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করে রক্তাক্ত দুই ভাইকে ময়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ময়না থানার পুলিশ।সকালে অবস্থার অবনতি হলে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। রক্তাক্ত জখম দুই বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান তমলুক সাংগঠনীক জেলার বিজেপি সহ সভাপতি আশীষ মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা। তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুই বিজেপি কর্মী।

তমলুক সাংগঠনীক জেলার বিজেপি সহ সভাপতি আশীষ মণ্ডল বলেন, “সোমবার সন্ধ্যায় ময়না বিধানসভা বাকচা অঞ্চলের খিদিরপুরে গ্রামের তৃণমূলের দুষ্কৃতিকারী পুলিশের জলপাই পোশাক পড়ে বিজেপি কর্মীর দুই ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। ধারাল অস্ত্র ও গ্যাস কাটা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে ওই দুই বিজেপি কর্মীকে। ময়না ব্লক হাসপাতাল থেকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিগত এক মাস ধরে ময়না বিধানসভা এলাকায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিকারীরা হামলা চালাচ্ছে। বিন জেলা ভগবানপুর সহ একাধিক এলাকা থেকে দুষ্কৃতী নিয়ে আসে ময়না বিধানসভার হামলা হামলা চালাচ্ছে। পুলিশের পোশাক পরিয়ে আক্রমণ চালাচ্ছে। এনিয়ে পুলিশকে একাধিকবার জানিয়েছে।”

আরও পড়ুন-East West Metro: এবার আইনি জটিলতায় শিয়ালদহ মেট্রোরেল, হাইকোর্টে মামলা দায়ের

যদি এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বরা। তমলুক সাংগঠনীক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনভাবেই যুক্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মেনেই সামনে থেকে লড়াই করতে আমরা জানি।” এপ্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, “এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।”