ওমিক্রনকে যে কারণে বেশী পাত্তা দিতে নারাজ বাইডেন সরকার

0
62

খাস খবর ডেস্ক: ওমিক্রনই কী মানবজাতির সবচেয়ে বড় ঝুঁকি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার উত্তর অন্ততঃ, হ্যাঁ। যদিও দক্ষিণ আফ্রিকার একদল গবেষক সম্পূর্ণ ভিন্ন একটি মত পোষণ করেছিলেন।

আরও পড়ুন: Covid 19: ওমিক্রনই হয়ত মানবজাতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি, বলছে WHO

- Advertisement -

একটি পরীক্ষামূলক গবেষণায় দেখা গিয়েছে, ডেল্টার তুলনায় ওমিক্রনের মিউটেশন এবং সংক্রমণ ক্ষমতা অনেক বেশী। কিন্তু তেমন প্রাণঘাতী নয়‌। এ পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে একটি মৃত্যুর খবরও সামনে আসেনি। সেই প্রেক্ষিতেই গবেষকেরা জানান, ওমিক্রন অভিশাপ তো নয়ই বরং আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সে তত্ত্বে নিশ্চিতভাবেই বিশ্বাসী নন। কিন্তু তিনিও ওমিক্রনকে নিয়ে ভয়ের বিশেষ কিছু দেখছেন না। উত্তর আমেরিকায় ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ার পর তিনি জানাচ্ছেন, মানুষ যদি নিজে সচেতন হয়ে টিকা নেয় এবং মাস্ক ব্যবহার করে, তাহলে এখনই লক ডাউনের প্রয়োজন নেই।

আরও পড়ুন: দেশবাসীর জন্য বিপদের ঘন্টা, ভারতে প্রবেশ করল নয়া ভ্যারিয়েন্ট

সোমবার হোয়াইট হাউজে এ কথা জানান মার্কিন রাষ্ট্রপতি। তিনি ভ্যাক্সিন নিয়েও কথা বলেন এ সময়। বলেন, “এখনই অত তৎপর হওয়ার কিছু নেই। যদি প্রয়োজন পড়ে, সংস্থাগুলি নতুন ভ্যাক্সিন তৈরী করতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে।” বাইডেন মুখে যাই বলুন, এদিকে আফ্রিকার মোট ৮টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তার প্রাসঙ্গিকতা ব্যখ্যা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “ওমিক্রনকে WHO উদ্বেগের আওতাভুক্ত করেছে‌। তাছাড়া নিষেধাজ্ঞার কারণে এই স্ট্রেইনটি নিয়ে গবেষণা করারও কিছুটা সময় পেয়েছি আমরা।”