Weather update: কবে দেখা মিলবে বৃষ্টির, চাতক পাখির মতো অপেক্ষায় বঙ্গবাসী

0
24

খাস ডেস্ক: সকাল থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ কলকাতাতেও। সকাল ও রাতের দিকে মনোরম বাতাস বইছে। যদিও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত, ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। কবে হবে বৃষ্টি, সেই আশা তেই বসে রয়েছে একাধিক জেলায় মানুষ। উত্তরে বৃষ্টির দেখা মিললেও এখনও অবধি দক্ষিণে বর্ষণের কোনও রকম পূর্বাভাস নেই। কবে দেখা মিলবে বৃষ্টির, চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: বুধে কর্কট-মিথুনের অশান্তির সম্ভাবনা, কেমন যাবে আপনার রাশিফল

তবে আগামী পাঁচদিন দক্ষিণে সেই ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম ও দুই ২৪ পরগনায়। যদিও কলকাতায় আকাশ মেঘলা থাকবে, কিন্তু সেখানেও বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টি আগামী ৪-৫ দিন চলবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।