Weather Update: স্বস্তির খবর, আজ থেকেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

0
77

খাস ডেস্ক: মার্চেই চরচরিয়ে বেড়েছিল তাপমাত্রার পারদ। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়তে তা কেটে যাচ্ছিল। কিন্তু আচমকা বড়সড় বদল আসল আবহাওয়াতে। গরম পড়তে না পড়তে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মার্চের এই সময় অকাল কালবৈশাখীর দেখা মিলেছে। শুধু তাই নয় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও! জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আবহাওয়া দফতর সূত্রের খবর, পূবালী ও পশ্চিমী বাতাসের সংঘাতে এই আবহাওয়ার বদল রাজ্যে। কলকাতাতেও চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: মঙ্গলে উন্নতির সঙ্গে ধনলাভ, চমক ৫ রাশির জাতকদের জীবনে

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। এবং ১৫ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। এদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকলেও বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে একটি অক্ষরেখা অবস্থান করছে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত। যার ফলে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে বিহার এবং ছত্রিসগড়ের দিকে। যা এগিয়ে আসছে। সেই কারণেই বাংলায় কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।