নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

0
50

কলকাতা: টানা কয়েকদিন বৃষ্টিপাতের পর ফুটেছে ঝলমলে রোদ। গরম থাকলেও বর্ষণের যন্ত্রণা থেকে মুক্ত শহরবাসী। তবে আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের কড়া দাওয়াইয়ে পুজোর আগে শুরু নিয়োগ প্রক্রিয়া, আশাবাদী টেট চাকরিপ্রার্থীরা

- Advertisement -

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত পশ্চিমের দিকে অগ্রসর হতে হতে আগামী ২০ তারিখে মধ্যে নিম্নচাপ তৈরি করতে পারে। এই নিম্নচাপের অধিকাংশ প্রভাব ওড়িশায় পড়লেও আংশিক দেখা যাবে দক্ষিণবঙ্গে। যার ফলে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর উপকূলবর্তী জেলা- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, আগামী কয়েকদিন কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে।

আরও পড়ুন: দিল্লি ওয়াকফ বোর্ডকে বিপুল পরিমাণ সম্পত্তি ‘উপহার’ দিয়েছিল কংগ্রেস সরকার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরবঙ্গেও পূর্বাভাস রয়েছে বৃষ্টির। ২২ তারিখ উত্তরবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ, এমনটাই জানিয়েছে‌ আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী-মায়ের নামে বিপুল সম্পত্তি, দিল্লিতে হাজিরার নির্দেশ ED-র