Weather update: উত্তুরে হাওয়ার প্রভাবে ক্রমশ নিম্নমুখী তাপমাত্রা, জানুন আবহাওয়ার পূর্বাভাস…

0
23
cold wave forecast

খাস ডেস্ক: বড়সড় পরিবর্তন আসতে চলছে আবহাওয়াতে। উত্তুরে হাওয়ার প্রভাবে ক্রমশ নিম্নমুখী তাপমাত্রার পারদ। অর্থাৎ জাঁকিয়ে শীত পড়তে চলছে রাজ্যজুড়ে। আর এই আবহাওয়াই আগামী কয়েকদিনেও বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানুন আবহাওয়ার পূর্বাভাস…

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রার পারদ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব সবচেয়ে বেশি থাকবে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: আজ সুফল মিলবে এই সাত রাশির, জানুন রাশিফল

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পতন লেগেই রয়েছে। আর শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েক দিন। এই সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে তাপমাত্রার পারদ। এই মুহূর্তে উত্তরে হাওয়া তেমন কোন বাধার সম্মুখীন হচ্ছে না। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এ বছরের সবচেয়ে শীতলতম দিন।

এদিকে, আজ অর্থাৎ শুক্রবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালবেলা হালকা কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।