পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত বাংলা, গুলি করে খুন তৃণমূল নেতার 

0
35
Murder

খাস ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত গোটা বাংলা। আসন দখলে মরিয়া রাজনৈতিক দল গুলি। এর মধ্যেই ফের মুর্শিদাবাদে খুন। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলে গুলি-বোমা! প্রাণ খোয়ালেন নদিয়ার এক তৃণমূল নেতা। এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার শিবনগর–টিয়াকাটাঘাট এলাকায়।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, একটি ইটভাটার দখলদারীকে কেন্দ্র করেই এই ঘটনা। ইটভাটা কার দখলে থাকবে, এই নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। আর এই বিবাদের জেরেই খুন হতে হয় তৃণমূল নেতাকে। মৃত ব্যক্তির নাম মতিরুল ইসলাম বিশ্বাস (৪৮)। মৃতের স্ত্রী রিনা বিশ্বাস বর্তমানে নারায়ণপুর–২ গ্রাম পঞ্চায়েত প্রধান।

আরও পড়ুন-Shraddha murder case: ৫ টি চাকু দিয়ে শ্রদ্ধার দেহের টুকরো করেছিল আফতাব, সবগুলো উদ্ধার করা হয়েছে, দাবী পুলিশের

সূত্রের খবর, টিয়াকাটাঘাট এলাকায় দুষ্কৃতীরা মতিরুল এবং তাঁর দেহরক্ষীকে ঘিরে ধরে। এরপর তাঁদের লক্ষ্য করে একাধিক বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এরপরেও মতিরুলকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকাবাসী। তারপর তৃণমূল নেতাকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এই খুনের ঘটনায় পিছনে তৃণমূলের অন্তর্কলহকে দায়ী করেছেন বিরোধীরা। তৃণমূল নেতা খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। যদিও কে বার কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ।