Weather update: নিম্নমুখী তাপমাত্রা, বর্ষশেষে কনকনে শীতের দাপট কলকাতায়

0
67
Winter

খাস ডেস্ক: ঘূর্ণাবর্তের জের কাটিয়ে বঙ্গে ফিরেছে শীত। বৃহস্পতিবার সামান্য তাপমাত্রা কমলেও শুক্রবার থেকে আরও নিম্নমুখী পারদ। একধাক্কায় কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা গুলিতেও পারদ নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। যার জেরে আজ সকাল থেকে কনকনে শীতে কাবু হয়েছে বঙ্গবাসীরা। বছর শেষে এই মুহূর্তে শীত বঙ্গজুড়ে দাপট। তবে নতুন বছরের শুরুতে কতটা বাড়বে বা কমবে তাপমাত্রার পারদ? এপ্রসঙ্গে ফের নয়া পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস….

হওয়া ভবন জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণ দুইবঙ্গেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে দুই বঙ্গেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী আরও দুদিন। পাশাপাশি দুই বঙ্গে রাতের তাপমাত্রা, যেটা স্বাভাবিকের একটু ওপরে রয়েছে সেটা আগামী ৪-৫ দিন থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রার সেরকম উল্লেখযোগ্য পরিবর্তন কিছু নেই।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: শনিতে বছরের শেষটা কেমন যাবে আপনার, জানুন রাশিফল

আবহাওয়ায় দফতর জানাচ্ছে, বর্ষশেষ ও বর্ষবরণের সময় অর্থাৎ শনিবার তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে। তাই শনিবারও শীতের আমেজ বিরাজ করবে। জেলাগুলিতে পারদ আরও কিছুটা নামতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ৩১ ডিসেম্বরের পর ফের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, জানুয়ারির শুরুতে ১৬-১৭ ডিগ্রিতে উঠতে পারে পারদ। আপাতত আর কোনও পরিবর্তন আসবে না আবহাওয়াতে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং এবং সিকিমে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা আছে। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।