‘তথ্য গোপন বন্ধ করুন’ চিনের কাছে করোনার ‘আসল’ তথ্য চাইল হু

0
36

খাস প্রতিবেদন: লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনের সংক্রমণ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা৷ এমন আবহে নতুন বছরে এই উদ্বেগ কি আরও বাড়বে৷ বর্তমানে চিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাই বা কত? প্রতিদিন কতজন মারা যাচ্ছেন? দেশে মোট আক্রান্তের সংখ্যাই বা কত? চিনে নতুন করে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়াক পর থেকেই করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ বন্ধ রেখেছে বেজিং৷ এবার এই বিষয়েই বড় পদক্ষেপ নিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সূত্রের খবর, করোনা সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ করার জন্য চিনকে বলেছে হু। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানান, চিনের প্রকৃত তথ্য জানতে পারলে অন্য দেশগুলিও এই বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারে৷ সেই কারণেই চিনের বর্তমান করোনা সংক্রমণের আসল তথ্য চাওয়া হয়েছে৷

- Advertisement -

সূত্রের খবর: লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনের সংক্রমণ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা৷ এমন আবহে নতুন বছরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে৷ সম্প্রতি চিনের করোনা পরিস্থিতি নিয়ে লন্ডনের একটি গবেষণা সংস্থা তাঁদের সমীক্ষা সামনে এনেছে৷ তাতেই সামনে আনা হয়েছে বিস্ফোরক দাবি৷ এরপরই নড়ে চড়ে বসে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু৷

বস্তুত, ২০১৯ সালের শেষে করোনার আক্রমণের মুখে প্রথম পড়েছিল চিন৷ ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের পথে হেঁটেছিল সারা বিশ্ব৷ স্বভাবতই চিনে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধির খবরে উদ্বেগ ছড়িয়েছে সারা বিশ্বে৷

আরও পড়ুন: জয় শ্রীরাম কোনও ফ্যাক্টরই না, আসলে যে কারণে মঞ্চে ওঠেননি মমতা, জানালেন শুভেন্দু