অপেক্ষার অবসান, পাহাড়ে ঝমঝমিয়ে নামল শীলা বৃষ্টি, ডুয়ার্সে শুরু কালবৈশাখী

0
47

খাস ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! গরমের দাপট কাটিয়ে পাহাড়ে ঝমঝমিয়ে নামল শীলা বৃষ্টি (rains in the hills)। শুধু তাই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ডুয়ার্স জুড়ে শুরু হল কালবৈশাখী ঝড়ের দাপট। পাশাপাশি উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের সেইভাবে বৃষ্টির দাপট চোখে পড়েনি।

প্রসঙ্গত, মার্চেই চরচরিয়ে বেড়েছিল তাপমাত্রার পারদ। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়তে তা কেটে যাচ্ছিল। এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছিল বেশ অনেকটাই। কিন্তু এর মাঝেই আচমকা বড়সড় বদল আসল আবহাওয়াতে। গরম পড়তে না পড়তে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। শুধু তাই নয় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও! এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর।

- Advertisement -

আরও পড়ুন-অবৈধভাবে মতুয়া মেলার বিল কাটার অভিযোগ, আদালতের দ্বারস্থ মমতা ঠাকুর

আবহাওয়া দফতর সূত্রের খবর, পূবালী ও পশ্চিমী বাতাসের সংঘাতে এই আবহাওয়ার বদল রাজ্যে। কলকাতাতেও চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পূর্বের কয়েকটি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ারও সম্ভাবনা থাকছে। এবং ১৬ তারিখ থেকে এটা বাড়বে এবং আগামী ১৭ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা।