‘বাংলা সিনেমায় কাজ করা যাবে না’, ইন্দুবালার সুরকার’কে হুমকি ইন্ডাস্ট্রির সিনিয়র সুরকারের

0
79

বিনোদন ডেস্ক: ‘ইন্দুবালা ভাতের হোটেল’ জনপ্রিয় ওয়েব সিরিজে সঙ্গীত পরিচালনা করে হুমকির মুখে সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়। বাংলা সিনেমায় কাজ করলে ফল ভোগ করতে হবে, Me too কেস ঠুকে দেওয়ারও হুমকি ইন্ডাস্ট্রির নবাগত সুরকার অমিত চট্টোপাধ্যায়’কে। ইন্দুবালার ভাতের হোটেলে সাফল্যের পরই এমন হুমকি পাচ্ছেন অমিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এমনই অভিযোগ জানালেন শিল্পী।

নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, “ইন্দুবালা ভাতের হোটেল এ মিউজিক করে প্রশংসা ও পাচ্ছি অবিরাম সাথে হুমকিও, ভালো কাজ করার স্বরূপ, নিত্যদিন অচেনা অজানা ফোন নম্বর থেকে ফোন আসছে আর বলা হচ্ছে আমি যেনো বাংলা সিনেমায় কোনো কাজ ই না করি না হলে ফল ভুগতে হবে, হয় মহিলা কেন্দ্রিক কোনো Me too নয়তো প্রিয়জন দের ক্ষতি, নয়তো আমার কোনো ক্ষতি হবে, যদিও আমি জানি এটা কোনো একজন এর থেকেই আসছে কারণ বাকি রা প্রশংসা করতেই ব্যস্ত।”

- Advertisement -

‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে যে ধরণের মিউজিক ব্যবহার করা হয়েছে, তা করার জন্য ইন্ডাস্ট্রির অনেক অভিজ্ঞ সিনিয়ররা আছেন। অমিতের কথায়, “ইন্ডাস্ট্রির সিনিয়ররা চান না জুনিয়ররা সাফল্য পাক।” তবে তিনি পোস্টে স্পষ্ট জানিয়ে দিয়েছেন,”জেলা থেকে উঠে আসা ছেলে,জন্মের পর থেকেই লড়াই করছি ,এই হুমকি আমায় কিছুই নাড়া দেবেনা তবে সবাই কে জানাতে ইচ্ছে হলো।আমি ভয় পাইনা কারণ আমি মনে করি শুয়ে শুয়ে কিছুই করা যায়না।এই আওয়াজ আরো তুলবো।” উল্লেখ, ইন্দুবালার ভাতের হোটেলে সঙ্গীত পরিচালনা করে ব্যাপক প্রশংসা পেয়েছেন অমিত চট্টোপাধ্যায়। এছাড়া রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’,‘রক্তবীজ’-র মতো ছবিতেও কাজ করেছেন পরিচালক।