অবৈধভাবে মতুয়া মেলার বিল কাটার অভিযোগ, আদালতের দ্বারস্থ মমতা ঠাকুর

0
55

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: “অবৈধভাবে মতুয়া ধর্ম মেলার বিল কাটা হচ্ছে।” এমনটাই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন মমতা ঠাকুর। যদিও এই ঘটনায় মুখ খুলতে নারাজ শান্তনু ঠাকুর। আর ঠাকুর বাড়ির দুই পক্ষের এই কোন্দলে বিরম্বনায় পড়েছেন এলাকার দোকানদারেরা।

জানা গিয়েছে, মতুয়া ধর্ম গুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মদিন তিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বারুণী মহামেলা। মমতা ঠাকুরের দাবি, মেলা করার অনুমোদন পেয়েছেন তিনি। ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু করোনা আবহে মেলার ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, সেই কারণে এবছর দোকানদারদের দোকান বসানোর জন্য কোনরকম বিল কাটা বা চাঁদা নেওয়া হবে না।

- Advertisement -

আরও পড়ুন-অরুণাচল প্রদেশ ভারতের-ই অংশ, দাবি আমেরিকার, স্বীকৃতি ম্যাকমোহন লাইনকে

অন্যদিকে, শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ব্যানার টানিয়ে মেলার বিল কাটা হচ্ছে। যা নিয়ে আদালতের দারস্থ হলে মমতা ঠাকুর। এপ্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, “আমরা মেলা করার অনুমতি পেয়েছি। ফলে আমরা মেলায় বিল না কাটার সিধান্ত নিয়েছি। কিন্তু শান্তনু ঠাকুরের পক্ষ থেকে কয়েক জন অবৈধভাবে মেলার বিল কাটছে। বারণ করতে গেলেও শুনিছে না। গায়ের জোর দেখাচ্ছে। ফলে বিষটি নিয়ে আদালতে দারস্থ হয়েছি আমরা। “

যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, ঠাকুরবাড়ির দুই পক্ষের দুই মত নিয়ে বিরম্বনায় পড়েছে দোকানদাররা। তাদের দাবি, আমরা প্রতিবাদের মত এবারও জাগার জন্য বিল কেটেছি। কিন্তু দুই পক্ষের দুই মত হওয়ার কারণে কিছুটা বিরম্বনায় পড়তে হচ্ছে।