Cyclone Asani: অশনি’র সঙ্কেত, উপকূলে Red alert জারি করল IMD

0
415

খাস ডেস্ক: ক্রমেই নিজের শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। দুর্বল হয়ে এবার উপকূলের আরও কাছাকাছি এসে পৌঁছল অশনি। যদিও আজ এই ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়বে বলে ধারনা করা যাচ্ছে।

আর এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকা গুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। শুধু তাই নয়, পাশাপাশি অন্ধ্র ও ওড়িশা উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ওড়িশার কিছু অংশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

- Advertisement -

আরও পড়ুন-ফের সঙ্গীতমহলে নক্ষত্র পতন, প্রয়াত সন্তুর সম্রাট শিব কুমার শর্মা

আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে পশ্চিমমধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনমের ৩০০ কিলোমিটার দক্ষিণে, ওডিশার গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ৫৭০ কিলোমিটার ওড়িশার পুরীর দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম থেকে দূরে অবস্থিত। যদিও ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা কম। পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড়।

আবহাওয়া সূত্রের খবর, উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা থেকে উপকূলীয় ওড়িশার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-ক্রমেই শক্তি ক্ষয় করে উপকূলের আরও কাছে পৌঁছল Cyclone Asani

অন্যদিকে, মত্স্যজীবীদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি আছে। পাশাপাশি সমুদ্রে থাকা মত্স্যজীবীদের উপকূলে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে ভাইজাগ বন্দর বন্ধ ও বিশাখাপত্তনম বন্দর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।