ক্রমেই শক্তি ক্ষয় করে উপকূলের আরও কাছে পৌঁছল Cyclone Asani

0
45

খাস ডেস্ক: ক্রমেই নিজের শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। দুর্বল হয়ে এবার উপকূলের আরও কাছাকাছি এসে পৌঁছল অশনি। গভীর রাতের বুলেটিন অনুযায়ী, অন্ধ্র উপকূল থেকে মাত্র ৩৩০ কিমি দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড় টি। যদিও আজ এই ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে আরও সরে গিয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়টি কাকিনাডার ৩৩০ কিমি দক্ষিণ-পূর্বে, বিখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। বর্তমানে অশনি বঙ্গোপসাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যদিও আজই বাঁক নিতে পারে এই ঝড়।

- Advertisement -

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়াবহ দুর্ভিক্ষ, ক্ষুধার জ্বালায় জ্বলছেন ৩০ কোটিরও বেশি মানুষ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তি ক্ষয় করে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি। তবে এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ৪০-৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার কখনও কখনও ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে হওয়ার বেগ।

প্রসঙ্গত, প্রত্যক্ষভাবে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের উপর একটা প্রভাব পড়বে। সেটি হল রাজ্যের একাধিক জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইবে ঝড়ো হাওয়াও। ইতিমধ্যেই কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে সেই সংক্রান্ত তথ্য জানিয়ে দিল আবহাওয়া দফতর।