ফের সঙ্গীতমহলে নক্ষত্র পতন, প্রয়াত সন্তুর সম্রাট শিব কুমার শর্মা

0
72

খাস ডেস্ক: ফের বড়সড় ধাক্কা সঙ্গীতদুনিয়ায়। প্রয়াত হলেন সন্তুর-সম্রাট পণ্ডিত শিবকুমার শর্মা। ভারতীয় কিংবদন্তী সঙ্গীতগুরুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। মুম্বইয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

- Advertisement -

জানা গিয়েছে, মৃত্যুকালে সঙ্গীতগুরুর বয়স ছিল ৮৪ বছর। বিগত কয়েকমাস ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। শুধু তাই নয় ডায়ালিসিস চলছিল সঙ্গীতগুরুর। এরপরই এদিন হৃদরোগে আক্রান্ত পরলোক গমন করেন তিনি।

আরও পড়ুন-বৈচিত্র্যে ভরা উত্তরবঙ্গ, প্রকৃতির রূপ-লাবণ্যের অপরূপ মেলবন্ধন এই পাহাড়ি গ্রাম…

এই খবর প্রকাশ্যে আসা মাত্রই গোটা সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে আসে। শুধু তাই নয়, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতগুরুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও শোকবার্তা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি ভারতের জম্মুতে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শিবকুমার শর্মা। বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সঙ্গীতশিল্পী। মাত্র ৫ বছর বয়স থেকেই সঙ্গীতগুরু তাঁর বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। সন্তুর সম্রাট শিব কুমার শর্মা বহু সিনেমার মিউজিক কম্পোজ করেছেন। সেই গুলির মধ্যে উল্লেখ্য যোগ্য হল ‘সিলসিলা’, ‘লমহে’, ‘চাঁদনী’।