Cyclone Update: কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কতটা ক্ষয়ক্ষতি হবে বাংলায়, জানাল আবহাওয়া দফতর 

0
102

খাস ডেস্ক: ক্রমশ রহস্য বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যেই রাজ্য জুড়ে অশনি’র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোথায় আছড়ে পড়বে এই ঝড়, তা প্রথম থেকেই বলা সম্ভব হচ্ছিল না। তাছাড়াও এই ঘূর্ণিঝড়ের ফলে কত টা ক্ষয়ক্ষতি হবে বাংলায়, সেটাও বুঝতে উঠতে পারছিলেন না আবহাওয়াবিদরা।

তবে এবার অশনি সংক্রান্ত বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর। জানিয়ে দিল কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। শুধু তাই নয়, পাশাপাশি কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলা, এই সব সংক্রান্ত তথ্য দিল আবহাওয়া দফতর।

- Advertisement -

আরও পড়ুন-Weather update: রাজ্যে অশনি’র আতঙ্ক, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। পরবর্তীতে সেটি বাঁক নেবে উত্তর-পশ্চিম দিকে। যার ফলে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রকোপ বাংলায় পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বেশি কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড় অশনি ১৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে পূর্ব উপকূলের দিকে। আইএমডি-র বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পোর্ট ব্লেয়ার থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।