একবার চার্জ দিলেই ২৪০ কিলোমিটার দৌড়োবে এই স্কুটার

0
64

খাস খবর ডেস্ক: পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। গণপরিবহনের খরচ তো বেড়েইছে। যাদের নিজস্ব বাইক-স্কুটি আছে তাদেরও পেট্রোল কিনতে খরচ হচ্ছে রাশি রাশি অর্থ। তবে এবার আর চিন্তা নয়, বাজারে আসতে চলেছে ওলা ইলেক্ট্রিক স্কুটার (Ola Electric Scooter) । বাড়ি বসে বুক করতে পারবেন আপনিও।

আরও পড়ুন, ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন শচীনকে সমর্থন করতে ভয় পেতেন এই পাক ক্রিকেটার

- Advertisement -

জানা গিয়েছে, আর মাত্র ক’দিন বাদেই দেশের মাটিতে প্রথম স্কুটার আনতে চলেছে ওলা। তামিলনাড়ুতে তাদের এই স্কুটার তৈরি শুরু হতে চলল বলে। সিরিজ এস নামক এই স্কুটির বুকিং ঘিরে চাহিদা বাড়ছে দেশজুড়ে৷ ক্রেতাদের যাতে কোনও সমস্যা না হয়, তাই বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ওলা। মাত্র ৪৯৯ টাকা দিয়েই বুক করা যাবে এই ই স্কুটার।

কীভাবে বুক করবেন, জেনে নিন

১. প্রথমেই লগ ইন করতে হবে olaelectic.com ওয়েবসাইটে। সেখানে reserve for Rs.499 অপশনে ক্লিক করতে হবে৷
২. নিজের মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা বক্স পূরণ করুন। পরবর্তী ধাপের জন্য নেক্সট বাটন প্রেস করুন।
৩. ওটিপি আসবে মোবাইলে, সেটা দিয়ে নেক্সট বাটন প্রেস করুন
৪. এরপরেই টাকা পেমেন্টের তিনটি অপশন দেওয়া হবে৷ ডেবিট/ক্রেডিট কার্ড তো বটেই, থাকছে নেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্টের মতো অপশনও।
৫. নিজের পছন্দসই উপায়ে পেমেন্ট করে দিন।
৬. টাকা জমা পড়লেই কাস্টমার আইডি পাবেন ক্রেতারা। ইমেইল অথবা মোবাইল নম্বরে বিস্তারিত সব তথ্য চলে আসবে।

আরও পড়ুন, অলিম্পিক গেমস ভিলেজে করোনার হানা, সামনে এল প্রথম কেস

কেউ যদি বুকিংয়ের পরেও স্কুটার না কিনতে চান, সেক্ষেত্রেও সমস্যা নেই। অর্ডার বাতিলের সাত দিনের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে টাকা। কেউ চাইলে অন্য কারুর নামেও বুকিং ট্রান্সফার করাতে পারেন। [email protected] এ গিয়ে অনুরোধ করতে হবে তাঁকে।

বলে রাখা ভাল, ভারতীয় বাজারে এই স্কুটারের দাম এক লক্ষ টাকার কাছাকাছি। সংস্থার দাবি, একবার চার্জ দিলেই ২৪০ কিলোমিটার দৌড়োতে পারবে এই স্কুটার।