উত্তরবঙ্গে ব্যাঘ্র পর্যটন, বাঘ মামাকে নিয়ে বিশেষ বৈঠকে রাজ্য বন দফতর

0
37

খাস ডেস্ক: বাংলায় ব্য়াঘ্র পর্যটন বলতে সুন্দরবনের কথাই মাথায় আসে, তবে এবার পাহাড়েও বাঘ মামার দেখা পেতে চলেছেন পর্যটকরা। উত্তরবঙ্গে ব্যাঘ্র পর্যটন পরিকল্পনার বিশেষ বৈঠকে বসলেন রাজ্য বন দফতর।

সাধারণত সুন্দরবনের জলে স্টিমারে চেপে বাঘ দেখে এসেছি আমরা। সে যেন এক আলাদাই মজা, এবার পাহাড়ের কোলে বাঘের গর্জন শুনবেন পর্যটকেরা। উত্তরবঙ্গের জঙ্গলে অবশ্য জল নেই। তবে একই সঙ্গে পাহাড় আর বাঘের দেখা মেলাও কম কিছু না। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে রাজ্যের মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত উত্তরবঙ্গে ব্যাঘ্র পর্যটন কেন্দ্রের বিশেষ প্রস্তাব দিয়েছেন।

- Advertisement -

বৈঠকে সৌমিত্র দাশগুপ্ত ছাড়া ‘ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজি এসপি যাদব, ‘গ্লোবাল টাইগার ফোরাম’-এর সেক্রেটারি জেনারেল রাজেশ গোপাল।

বৈঠক শেষে রাজ্যের প্রধান বনপাল জানিয়েছেন, বক্সায় ইতিমধ্যে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে, এছাড়া বাঘের আরও বাসস্থান ও বিচরণক্ষেত্র গড়ে তোলার জন্য আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়-সহ সমতলের বিভিন্ন অভয়ারণ্যের ট্র্যাপ ক্যামেরায় একাধিকবার রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ছে। তবে তাঁদের বসবাসের হদিশ পাওয়া যায়নি। সেই সব বিষয়কে মাথায় রেখে বৈঠক করা হয়েছে। পরিকল্পনা মতো সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।