আগামী মাসের মধ্যেই ১০,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে এই কোম্পানি

0
61
Layoff

খাস ডেস্ক: এই সপ্তাহের মধ্যেই ফের কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা(Meta)। সূত্রের খবর অনুসারে, আগামী মাসেই প্রায় ১০,০০০ এরও বেশি কর্মী চাকরি খোয়াতে চলেছেন। নভেম্বরের কর্মী ছাঁটাইয়ের(Layoff) পরে ফের মেটা চাকরি থেকে বরখাস্ত করতে চলেছে কর্মীদের। মেটার সিইও মার্ক জুকারবার্গ মার্চ মাসেই এই সম্পর্কে জানিয়েছিলেন।

আরও পড়ুন চুরি গেল ওয়ার্নারদের লাখ টাকার ব্যাট, নাইটদের বিরুদ্ধে নামার আগে বিপাকে দিল্লি

- Advertisement -

গত মার্চ মাসে মার্ক জুকারবার্গ বলেন, আগামী কিছু মাসের মধ্যেই কোম্পানি ১০ হাজারেরও বেশি চাকরি বাতিল করতে চলেছে(Layoff)। জানা গিয়েছে, ব্লুমবার্গ নিউজ একটি মেমো থেকে এই খবর পেয়েছে। যেখানে দেখা গিয়েছে মেটার(Meta) অধীনস্থ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, রিয়্যালিটি ল্যাবগুলি এবং কোয়েস্ট হার্ডওয়্যার সব থেকেই এই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করা হবে। এই রিপোর্ট অনুসারে, টিমগুলি পুনরায় নতুন করে গঠন করা হবে এবং যাদের চাকরি বাতিল করা হচ্ছে না তাঁরা নতুন ম্যানেজারের অধীনে কাজ করবেন। এমনকি মেটার তরফ থেকে উত্তর আমেরিকাতে বসবাসকারী কর্মীদের বুধবার বাড়ি থেকে কাজ করার জন্য বলা হয়েছে যাতে এই খবরটি কার্যকর করতে সময় পাওয়া যায়।

আরও পড়ুন Water Crisis: যেন বংশপরম্পরায় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জল সংকট

দ্য ভক্সের একটি রিপোর্টে মেটার(Meta) হেড অফ পিপল লরি গোলার জানিয়েছেন, যেহেতু মেটাতে যাদের অনুদান আছে সেই সমস্ত বন্ধু এবং সহকর্মীদের বিদায় জানাতে হবে তাই এই সময়টা খুব কঠিন হতে চলেছে। সিলিকন ভ্যালির অর্থনৈতিক অবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে মেটার এই সিদ্ধান্ত(Layoff)। এই অর্থনৈতিক টানাপোড়েনের কারণেই মেটার মতো বড় বড় টেক কোম্পানিগুলিতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।