আর কতদিন সূর্যের প্রখর দাবদাহ সইতে হবে 

0
123

বিশ্বদীপ ব্যানার্জি: পৃথিবীর সকল প্রাণের উৎস সূর্য। আবার এই সূর্যের জন্যই ওষ্ঠাগত হয় মানুষের প্রাণ। ঠিক যেমন এখন। প্রখর দাবদাহে চাদি ফাটছে বাংলার মানুষের। আচ্ছা, আর কতদিন সূর্যের প্রখর দাবদাহ সহ্য করতে হবে? উত্তরটি সহজবোধ্য। যতদিন গ্রীষ্মকাল।

আরও পড়ুন: মঙ্গলগ্রহে রুপোলি রাংতা, চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের

- Advertisement -

কিন্তু এই উত্তর তো আমাদের বিবেচ্য নয়। কারণ প্রশ্নটি-ই একটু অন্যরকম। যা সোজাসুজি করা প্রয়োজন। সূর্য ঠিক কতদিন আলো দেবে পৃথিবীকে? মানে, সূর্যের আয়ু আর ঠিক কতদিন? সূর্যের আয়ু শেষ হওয়ার অর্থ সূর্যের দাবদাহ থেকেও মুক্তি। কিন্তু তখন কি এই পৃথিবীর-ও অস্তিত্ব থাকবে?

বিজ্ঞানীদের মতে, সূর্য তার জীবনকালের প্রায় অর্ধেক অতিক্রম করে ফেলেছে। সূর্যের বর্তমান বয়স আনুমানিক ৪৫৭ কোটি বছর। নক্ষত্রটির অভ্যন্তরে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন হচ্ছে। হাইড্রোজেন পরমাণু পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে হিলিয়াম পরমাণু। যতদিন এই নিউক্লিয়ার ফিউশন চলতে থাকবে, বলা যেতে পারে ততদিনই সূর্যের যৌবন।

সুর্যের অভ্যন্তরে হাইড্রোজেন যখন কমে যাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে নক্ষত্রটি। অবশ্য এই বিষয়টি নির্ভর করে নক্ষত্রটির ভরের ওপর। বিজ্ঞানীরা গবেষণা মারফত জানতে পেরেছেন, ৮০০ কোটি বছর বয়সে সূর্য নিজের সর্বোচ্চ উষ্ণতায় পৌঁছবে। এরপর ধীরে শীতল হতে শুরু করবে। আর যত শীতল হবে, ততই বাড়তে থাকবে সুর্যের আয়তন।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

নক্ষত্রের মৃত্যু সাধারণত দুভাবে হয়ে থাকে। বড় নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণের পর ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। অন্যদিকে সূর্যের আকারের তারাগুলি প্রথমে রেড জায়ান্টে পরিণত হয়। তারপর শ্বেত বামনে পরিণত হয়। ধারণা করা হয়, সূর্য যখন রেড জায়ান্ট বা লাল দানবে পরিণত হবে তখনই পৃথিবীকে গ্রাস করে নেবে। অর্থাৎ সূর্যের শেষ অবধি পৃথিবী টিকে থাকবে না। ১১০০ কোটি বছর বয়সে সূর্যের পুরোপুরি মৃত্যু হবে বলে মনে করেন বিজ্ঞানীরা। ২০১৩ সালে ইউরোপীয় স্পেন এজেন্সি প্রেরিত গাইয়া মহাকাশযান যে সব তথ্য সংগ্রহ করেছিল, সেগুলি বিশ্লেষণ করেই এত কথা জানতে পারছেন বিজ্ঞানীরা।