রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা মমতার

0
495

কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের৷ সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম ঘোষণা৷ মিলবে ঈদের আগেই৷

বৃহস্পতিবার নবান্নের তরফে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে,করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে অ্যাড হক বোনাস৷ বেসিক ও ডিএ মিলিয়ে ৩৬,০০০ টাকা বেতন হলে ৪,৫০০ টাকা বোনাস পাবেন সরকারি কর্মীরা। অবসরপ্রাপ্তদের বেসিক, ডিএ মিলিয়ে বেতন ৩১,০০০ টাকা হলে মিলবে ২,৫০০ টাকা এক্সগ্রাশিয়া৷ আবেদনের সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। পরিশোধের জন্য সময় দেওয়া হয়েছে ১০ মাস।

- Advertisement -

করোনা পরিস্থিতিতে ২০২০ সালেও সরকারি কর্মচারীদের বোনাস ও উৎসব অগ্রিম দিয়েছিল রাজ্য সরকার। ২০২০-২০২১ আর্থিক বছরে রাজ্য সরকারি কর্মীরা ৪,২০০ টাকা বোনাস দেওয়া হয়েছিল। ২০১৯ সালে যা ছিল ৪,০০০ টাকা৷ ২০১৯-২০ আর্থিক বছরে যাঁদের বেতন ৩০ হাজার টাকা ছিল, একমাত্র তাঁরাই বোনাস পেতেন। ২০২০-২০২১ আর্থিক বছরে সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩৪,২৫০ টাকা করা হয়েছিল।এছাড়া সরকারি কর্মচারীদের জন্য উৎসব বাবদ অগ্রিমের পরিমাণও বৃদ্ধি করে ১০,০০০ টাকা করা হয়েছিল। সেবার বোনাস এবং উৎসব অগ্রিমের ঘোষণার ফলে প্রায় ১০ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষা, পঞ্চায়েত, পুরকর্মী উপকৃত হয়েছিলেন৷