বিকল চুল্লি, গন্ধেশ্বরীতে হল গণদাহ

0
629

বাঁকুড়া: যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ বাঁকুড়া শহরের একমাত্র বৈদ্যুতিক চুল্লিটি। ফলে বৃহস্পতিবার গণদাহের আয়োজন করল বাঁকুড়া পৌরসভা।

আরও পড়ুন: আতঙ্ক নয়,সতর্ক থাকুন,আগামী ১৫ দিন করোনা বাড়বে-মমতা

- Advertisement -

বাঁকুড়া পৌরসভা সূত্রে খবর, শহরের লক্ষ্যাতড়া মহা শ্মশানের বৈদ্যুতিক চুল্লিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেটি মেরামতের জন্য আগামী দশ দিন সময় লাগবে। এদিকে গত চার দিনে কোভিড ও অন্যান্য কারণে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁর মধ্যে এদিন মৃত্যু হয়েছে পাঁচ জনের৷ এই অবস্থায় যথেষ্ট বিপাকে পৌরসভা।

কারণ, মৃতদেহ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ৷ এদিকে হাসপাতালের মর্গেও অতিরিক্ত দেহ রাখতে গিয়ে সমস্যায় পড়ছেন মর্গের কর্মীরা৷ ফলে বাধ্য হয়ে এদিন গণদাহের পথে হাঁটেন পৌরসভা কর্তৃপক্ষ৷ যদিও এঘটনায় পৌরসভার ব্যর্থতাকেই দায়ী করছেন বাসিন্দারা৷ তাঁদের কথায়, চুল্লির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এতখানি উদাসীনতা ঠিক নয়৷ চারদিন ধরে যান্ত্রিক গোলযোগে যদি চুল্লি খারাপ হয়েই থাকে তাহলে এতদিন পরে পুর কর্তৃপক্ষ কেন তৎপর হলেন৷ তৎক্ষণাৎ কেন পদক্ষেপ গ্রহণ করলেন না?

বৈদ্যুতিক চুল্লি খারাপ থাকার কথা স্বীকার করে নিয়ে বাঁকুড়া পৌরসভার প্রশাসনিক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল বলেন, মেরামতির জন্য বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওন্দা কোভিড হাসপাতালে মৃত্যু হওয়া রোগীদের বিষ্ণুপুরে দাহ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে বাঁকুড়া শহরের মৃতদেহ গুলি আপাতত গন্ধেশ্বরী নদীতে গণদাহের মাধ্যমে সৎকারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।