স্কুলে গিয়ে অস্বাভাবিক মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর, কারণ জেনে আঁতকে উঠছেন চিকিৎসকরা

0
177

খাস ডেস্ক: স্কুলে গিয়ে আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন একাদশ শ্রেণির ছাত্রী, বয়স সবে ১৬। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠিরা জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপর তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরাও হাজার চেষ্টা করে ফেরাতে পারেননি জ্ঞান, তারপর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান চিকিৎসকরা।

পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃন্দা ত্রিপাঠী নামের ওই পড়ুয়ার। উষা নগরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী বৃন্দা । মৃতার কাকা জানিয়েছেন, পরের দিন প্রজাতন্ত্র দিবস থাকায় স্কুলে রিহার্সাল করতে গিয়েছিল বৃন্দা। আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে পরে যায়। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি।

- Advertisement -

হাসপাতালে চিকিৎসকরা কার্ডিওপুলমোনারি রিসাসশনের (সিপিআর) চেষ্টা করলেও ফেরাতে পারেননি জ্ঞান। ময়নাতদন্তে জানা গিয়েছে, চোওয়ালে আঘাত রয়েছে ওই তরুণীর। সম্ভবত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার কারণে চোয়ালে আঘাত পায়। তবে মৃত্যুর কারণ হৃদরোগ। অতিরিক্ত ঠান্ডার কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই তরুণী, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। মৃত্যুর সময় পাতলা ট্রাকস্যুট পরেছিল সে, চিকিৎসকরা জানিয়েছেন, ভোর ৪ টে থেকে সকাল ১০টার মধ্যে শরীরে বিভিন্ন হরমোন নিঃসরন বেড়ে যায়। সেই কারণেই হৃদরোগের সম্ভাবনা আরও বেড়ে যায়।