১৯ বছর পর জেল থেকে ছাড়া পেলন ‘বিকিনি কিলার’ Charles Sobhraj

0
106

খাস ডেস্ক: ১৯ বছর পর জেল থেকে ছাড়া পেলন কুখ্যাত ফরাসি ‘সিরিয়াল কিলার’ চার্লস শোভরাজ। বিগত ১৯ বছর নেপালের জেলে বন্দি ছিলেন ৭৮ বছর বয়সী চার্লস। বয়সজনিত নানা সমস্যার কারণে নেপালের সুপ্রিম কোর্ট তাঁকে মুক্ত করার নির্দেশ দিয়েছে। সুন্দরী মহিলাদের নেশা করিয়ে খুনের অভিযোগে উঠেছিল চার্লসের বিরুদ্ধে। মূলত এশিয়ায় বেড়াতে আসা পশ্চিমি দেশের সুন্দরীরাই শিকার ছিল তাঁর। প্রথমে ড্রাগ খাওয়ানও, পরে খুন ছিল শোভরাজের উদ্দেশ্য।

দীর্ঘ ২১ বছর ভারতে জেলবন্দি ছিল সে। তারপর ১৯ বছর নেপালের কারাদণ্ডে ছিলেন। অবশেষে বার্ধক্যের কারণ দেখিয়ে মুক্তি পেল চার্লস। বয়সজনিত সমস্যার কারণ দেখিয়ে সাজা মকুবের আবেদন জানিয়েছিলেন চার্লস। তাঁর ওপেন হার্ট সার্জারিরও প্রয়োজন রয়েছে । এমনকি তাঁর দাবি, তাঁর মতো অপরাধের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার চেয়ে ঢের বেশি সাজা পেয়েছেন তিনি। বয়সের দিক থেকে দেখতে গেলে এর থেকে অনেক কম সাজা কাটানোর কথা তার। অবশেষে চার্লসের আবেদন মঞ্জুর করল নেপালের সুপ্রিম কোর্ট। তবে এখনই ছাড়া পাচ্ছেন না চার্লস। ২০২৩-এর ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকতে হবে তাঁকে।

- Advertisement -

ফ্রান্সের নাগরিক, ভিয়েতনামী এবং ভারতীয় বংশোদ্ভূত চার্লস সত্তরের দশক এবং আশির দশকের গোড়ায় একাধিক খুন করে। হিসেব বলছে সর্বমোট ২০ টি খুনের ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। তাইল্যান্ড-সহ বিভিন্ন পশ্চিমি দেশের পর্যটকদের মাদক খাইয়ে খুন করত চার্লস। তাঁদের বেশিরভাগ জনই ছিলেন সুন্দরী নারী, খুনের পর  তাঁদের অধিকাংশদেরই পরণে ছিল বিকিনি। সেই কারণে চার্লস’কে ‘বিকিনি কিলার’ বলা হয়। এক ফরাসি পর্যটককে বিষপ্রয়োগ করে খুন এবং এক ইজরায়েলি নাগরিককে খুনের অভিযোগে ভারতে গ্রেফতার হন একাধিক ভাষায় পারদর্শী, সুদর্শন চেহারার চার্লস। আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখিয়ে একেরপর এক সুন্দরী নারীদের ফাঁসাত সে, ভারতে গ্রেফতারের পর হংকং থেকে ভুয়ো পরিচয় বাগিয়ে নেপালে প্রবেশ করেন এই সিরিয়াল কিলার। কাঠমান্ডুতে একটি ক্যাসিনো থেকে তাঁকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। তার পর ২০০৩ সাল থেকে সেখানেই জেলে বন্দি রয়েছেন তিনি।