IND vs NZ: সেঞ্চুরি দেখতে পারেননি, ভিডিও গেমসে খেলেছে, স্কাইয়ের প্রশংসা বিরাটের

0
34
Suryakumar Yadav revealed, at which position he likes to bat the most

স্পোর্টস ডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি -২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। তিনি ৫১ বলে অপরাজিত ১১১ রান করেন। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই তারকা ব্যাটার। সূর্যকুমারের এই ইনিংসের উপর ভর করে ভারত ছয় উইকেট হারিয়ে ১৯১ রান করে। সেই সঙ্গে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় ভারত। এই ম্যাচে সূর্যকুমার মারেন ১১টি চার ও সাতটি ছক্কা। তিনি ২১৭.৬৫ স্ট্রাইক রেটে রান করেন। ভারতের বাকি ব্যাটসম্যানরা ৬৯ বলে ৬৯ রান করলেও সূর্যকুমারের সেঞ্চুরি ভারতকে ১৯১ রানে পৌঁছে দেয়।

সূর্যকুমারের এই ইনিংসের পরে বিরাট কোহলি তার প্রশংসা করেছেন। বিরাট বলেছেন যে, তিনি সূর্যের ইনিংসটি দেখতে না পেরে দুঃখিত, তবে তিনি নিশ্চিত যে সূর্য হয়তো ভিডিও গেমের মতো ইনিংস খেলেছেন। কোহলি তার টুইটে লিখেছেন, “বিশ্বের সেরা (ব্যাটার) দেখিয়ে দিচ্ছে কেন সে বিশ্বের সেরা।” এর সঙ্গে কোহলি একটি হাসির ইমোজি শেয়ার করেছেন। নিউজিল্যান্ডে বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়, এই ম্যাচে ভারত জিতেছে। নিউজিল্যান্ডের মাটিতে রানের নিরিখে টি -২০ তে এটাই ভারতের সবচেয়ে বড় জয়।

- Advertisement -

আরও লড়ুন: Aindrila’র শেষ পোস্টে এখনও জ্বল জ্বল করছে তাঁর বেঁচে থাকার কারণ

এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১৯১ রান করে। এতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন সূর্যকুমার যাদব। তিনি ছাড়াও ৩৬ রান করেন ইশান কিশাণ। নিউজিল্যান্ডের হয়ে সৌদি তিন ও ফার্গুসন নেন দুই উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে কিউই দলকে কখনই ছন্দে দেখা যায়নি। অধিনায়ক উইলিয়ামসন নিশ্চিতভাবে ৬১ রান করেন৷ কিন্তু কোনও ব্যাটাফ তাকে সমর্থন করেননি। ২৪ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন কনওয়ে। ভারতের হয়ে চার উইকেট নেন দীপক হুডা। দুটি করে উইকেট পান সিরাজ ও চাহাল।