মেয়রের দরবারে মহারাজ, ব্যাপারটা কী

0
45

খাস ডেস্ক: বর্ষায় একটু বৃষ্টিতেই নতুন বাড়ির সামনে জমে যায় জল, যোগাযোগে ভোগান্তির শেষ থাকে না। তাই বর্ষা আসার আগেই সুরাহা চেয়ে কলকাতার মেয়রের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সমস্যার কথা জানিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম’কে চিঠি লিখলেন মহারাজ।

খুব শীঘ্রই কলকাতার বেহালার বীরেন রায় রোডের বাড়ি থেকে লোয়ার রাউডন স্ট্রিটের বাড়িতে চলে যাবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ নতুন বাড়িতে কিছু কাজ বাকি, সেটা হয়ে গেলেই নতুন বাড়িতে স্ত্রী ডোনা’কে নিয়ে গৃহপ্রবেশ করবেন তিনি। বর্ষাকাল আসতেও খুব একটা বেশি দেরি নেই, তাই আগেভাগে পাকাপাকি ব্যবস্থা করে নিতে চান সৌরভ গঙ্গোপাধ্য়ায়। গত 7 জানুয়ারি কলকাতার মেয়রের অফিসে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে লিখেছেন, খুব শীঘ্রই নতুন বাড়িতে বসবাস শুরু করবেন। তিনি জানতে পেরেছেন, বর্ষাকালে একটু বৃষ্টি হতেই ওই এলাকা সংলগ্ন জায়গায় প্রচুর পরিমাণে জল জমে। যাতায়াতের পাশাপাশি ওই অঞ্চলের মানুষজনেদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। এবিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করার সহযোগিতা চেয়েছেন বিসিসিআই (BCCI)-এর প্রাক্তন সভাপতি ।

- Advertisement -

জল জমার সমস্যার কথা মেনে নিয়েছেন পৌরনিগমের (KMC) নিকাশি বিভাগের আধিকারিকরা । ওখানকার নিকাশি জল শিয়ালদহের পামারবাজার পাম্পিং স্টেশনে যায় তাই জল কমতে সময় লাগে বলে জানিয়েছেন তাঁরা। কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, “খুব শীঘ্রই অঞ্চল পরিদর্শনে যাবেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়াররা, সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মেয়রের সঙ্গে কথা বলেই তড়িঘড়ি কাজ শুরু করে দেওয়া হবে।”