ইউনাইটেডের নতুন মালিক কে হবে, জমে উঠেছে লড়াই

0
175
who-will-be-the-new-owner-of-manchester-united

শান্তি রায়চৌধুরী: কিছুদিন আগে ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‌্যাটক্লিফ ম্যানচেস্টার ইউনাইটেডকে (Manchester United) কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। আর ব্রিটিশ ধনকুবেরের সেই প্রস্তাব ছাপিয়ে গেছেন কাতারি ধন কুবের শেখ জসিম বিন হামাদ আল থানি।

কাতারি ধনকুবেরের এই প্রস্তাব শোনার পর এখন আবার দৃশ্যপটে হাজির হয়েছেন র‌্যাটক্লিফ। ইউনাইটেডের অধিকাংশ শেয়ার কিনে নিতে রাজি তার কোম্পানি আইএনইওএস। উল্লেখ্য, আইএনইওএস কোম্পানিটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল নিস, ফর্মুলা ওয়ান দল মার্সিডিজের শেয়ারের মালিকও। তাছাড়া র‌্যাটক্লিফ নিজে ইউনাইটেডের বড় সমর্থকও। এ কারণে ম্যান ইউনাইটেড (Manchester United) ভক্তরা তাঁর হাতে দলের মালিকানা গেলে খুশিই হবেন।

- Advertisement -

আরও পড়ুন: IND vs AUS শেষ দুই টেস্টে সুযোগের অপেক্ষায় সরফরাজ-মায়াঙ্করা

একটি বিবৃতিতে বলা হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সব শেয়ার কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ ধনকুবের। ব্রিটিশ ধনুকবের বলছেন, ইউনাইটেডকে তারা পূর্বের অবস্থায় নিয়ে যেতে চান। এখন দেখার বিষয়, কাতারি শেখ আর ব্রিটিশ ধনকুবেরের এই লড়াইয়ে কে জেতেন।