‘কংগ্রেসের শহীদ দিবস হাইজ্যাক করে পালন করছে তৃণমূল’

0
20

দার্জিলিং: ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এদিন সকাল থেকেই ধর্মতলায় সাধারণ মানুষের ভিড়। দু’বছর পর ফের শহীদদের স্মরণ করে সভামঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচী নিয়ে এবার সরব হল কংগ্রেস, আনা হল বিস্ফোরক অভিযোগ।

আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, একুশের মঞ্চে দেবকে পাশে নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

এদিন বাগডোগরা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে বাগডোগরা বিহার মোড়ে পালন করা হয় শহীদ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা দার্জিলিং জেলা সভাপতি শংকর মালাকার বলেন, ‘তৃণমূল কংগ্রেস এই দিনটি পালন করছে তাদের শহীদ দিবস উপলক্ষে। কিন্তু এই দিনটি পালিত হয় কংগ্রেসের শহীদ দিবস হিসেবে । ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের সভানেত্রী।’ পাশাপাশি, ২১ জুলাইয়ের তৃণমূলের কর্মসূচীতে প্রতিবাদ জানায় কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন বাগডোগরা অঞ্চল কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার এবং কংগ্রেসের একাধিক নেতৃত্ব।

আরও পড়ুন: ঠিক যেন সিনেমার দৃশ্য, বৃদ্ধার সাজে কড়া নিরাপত্তা টপকে ব্যাঙ্ক লুঠ করে পলাতক যুবক