নয়া সভাপতি নয়, টুটু বসুর উপর আস্থা রাখছে মোহনবাগান

0
187
tutu-bose-elected-as-mohun-bagan-preseident

কলকাতা: মোহনবাগান ক্লাবের নব নিযুক্ত সংগঠনে রাজনৈতিক সংযোগ ঘটেছিল। সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মলয় ঘটক এবং অসিত চট্টোপাধ্যায়ও একই পদে রয়েছেন। এক কথায় সবুজ মেরুন ক্লাব (Mohun Bagan) যেন তৃণমূলের কার্যালয়ে পরিণত হচ্ছে। তখন নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি। এবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠকে সেই নামই ঘোষণা হল। ফের মোহনবাগান সভাপতি পদে টুটু বসু। নতুন কার্যকরী সমিতির মিলিত সিদ্ধান্তেই এমনটা ঘোষণা করা হল।

ক্লাব সচিব দেবাশিস দত্ত সহ অন্যান্য প্রশাসকরা মিলে টুটু বসুর নাম ঘোষণা করেন। বুধবার কার্যকরী সমিতির দীর্ঘ আলোচনার পর টুটু বসুকেই বেছে নেওয়া হয়েছে। অনেকেই মনে করেছিল, টুটু বসুকে আর এই পদে রাখা হবে না। অবশেষে সেই জল্পনার অবসান। নয়া কমিটি টুটু বসুর উপর আস্থা রাখবে কিনা সেই নিয়ে সংশয় ছিল। যদিও সেই সংশয় এখন আর থাকল না।

- Advertisement -

আরও পড়ুন: গোল্ডেন ডাক নিয়ে খোলামেলা আলোচনায় Virat Kohli

উল্লেখ্য, নয়া কমিটি নিয়ে খুশি নয় মেরিনার্সরা। ক্লাবের উপর শাসক দলের নেতাদের প্রভাব চাইছেন না সমর্থকরা। যদিও এই নতুন নয়, রাজনৈতিক ব্যক্তিত্বরা মোহনবাগানের (Mohun bagan) প্রশাসনিক দায়িত্বে ছিলেন বেশ কয়েকবার। এর আগে ক্লাবের সহ সভাপতি ছিলেন রাজ্যের প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।