IPL 2022 Auction: লখনউ ফ্রাঞ্চাইজির টার্গেটে এই তিন তারকা খেলোয়াড়

0
674

খাস খবর ডেস্ক: আইপিএল ২০২২ মরশুমে যোগ দিয়েছে দুই নয়া দল, আহমেদাবাদ ও লখনউ। লখনউ ফ্র্যাঞ্চাইজিকে ২০২১ সালে নিলামের সময় RPSG গ্রুপ কিনেছিল। সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ এর আগেও আইপিএলে দল কিনেছিল। রাইজিং পুনে সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কিনেছিল। ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টের মালিক ছিলেন তিনি। এবারও আইপিএল মেগা নিলামে ভালো দলগঠনের লক্ষ্য নিয়ে নামবে লখনউ। অনেক তারকা ক্রিকেটারদের টার্গেট করবে এই দল। সেই সঙ্গে নয়া ফ্রাঞ্চাইজি হওয়ার কারণে তিনজন পছন্দ মতো খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ থাকছে লখনউ এর কাছে।

কে এল রাহুল: ভারতের তারকা ওপেনার কেএল রাহুল পাঞ্জাব কিংসের সঙ্গে তার সম্পর্ক শেষ করেছেন। তিনি নতুন লখনউ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে পারেন। সূত্রের খবর অনুসারে, রাহুল ইতিমধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজির দেওয়া চুক্তিতে সম্মত হয়েছেন।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: কোথায় কিভাবে দেখবেন আইপিএলের নিলাম, জেনে নিন

শিবম মাভি: কলকাতা নাইট রাইডার্স বোলার শিবম মাভি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। কলকাতার ফ্র্যাঞ্চাইজি এই ডানহাতি পেসারকে ধরে রাখেনি। ফলে লখনউ ফ্রাঞ্চাইজির ঝুলিতে সম্ভাব্য সংযোজন হতে পারে এই দেশী খেলোয়াড়।

আরও পড়ুন: IPL 2022 Auction: নিলামে বড় দর পেতে পারেন এই পেসাররা

সুরেশ রায়না: MR. IPL সুরেশ রায়নাকে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিতে পারে। উত্তরপ্রদেশের সঙ্গে রায়নার গভীর সম্পর্ক। রায়না আইপিএলের ইতিহাসে অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। কিন্তু গত কয়েক মরশুমে ফর্ম একেবারেই ভালো যাচ্ছে না। সেই কারণেই চেন্নাই সুপার কিংসও রায়নার প্রতি ভরসা দেখায়নি।