ময়দানের দুপুরের খাস খবর ১২/৬/২২

0
81

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দেশকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত, লভলিনা

চোট পেয়ে ছিটকে গিয়েছেন মেরি কম। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখতে পাওয়া যাবে না ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা কিংবদন্তী বক্সারকে। তাই ভারতকে এবার বক্সিং থেকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত জারিন ও লভলিনা বর্গহাইঁ। প্রথম জন কিছুদিন আগেই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে লভলিনা গত বছর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী। আগামী ২৮ তারিখ থেকে কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে।

- Advertisement -

চোট সারিয়ে প্রত্যাবর্তনেই সোনা জিতলেন হিমা দাস

চোটের জন্য গত বছর টোকিও অলিম্পিক্সে যেতে পারেননি। এবার সেই চোট সারিয়ে প্রত্যাবর্তনেই সোনা জিতলেন হিমা দাস। শনিবার চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতলেন অসমের মেয়ে। মাত্র ১১.৪৩ সেকেণ্ড সময় নিজের দৌড় শেষ করেন হিমা। তিনি হারিয়ে দেন দ্যুতি চাঁদকে।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইন্দো-আফ্রিকা দ্বৈরথ

প্রথম ম্যাচে হারতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তেম্বা বাভুমার দল। আজ ঋষভ পন্থের দলের সামনে সুযোগ সিরিজে সমতা ফেরানোর। আজকের ম্যাচ হচ্ছে কটকে। শুরু সন্ধ্যা সাতটায়।

ধর্ষণ মামলা থেকে রোনাল্ডোকে অব্যাহতি

২০০৯ সালের এক ঘটনাকে কেন্দ্র করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথেরিন মায়োরগা। মামলাটি এবার খারিজ করে দিয়েছেন বিচারক জেনিফার ডোরসি। শুক্রবার এই ধর্ষণ মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেয়েছেন রোনাল্ডো। চাইলেও আর মামলা করতে পারবেন না ক্যাথরিন মায়োরগা নামের সেই নারী।