ধোনি ড্রেসিংরুমে থাকলে বিরাটদেরই লাভ, মাস্টারস্ট্রোক বিসিসিআইয়ের

0
39
mahendra-singh-dhoni-will-give-great-news-tomorrow-will-be-live-on-facebook-at-2-pm

খাস খবর ডেস্ক: আসন্ন টি- ২০ বিশ্বকাপে ভারতের দল ঘোষণায় ছিল বিশেষ চমক। বিশ্বকাপে টিম মেন্টরের দায়িত্ব পালন করবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় ড্রেসিংরুমে ধোনিকে প্রথমবারের মতো নতুন ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি বিসিসিআই দাবি করেছে যে ড্রেসিংরুমে ধোনি থাকার ফলে বিশ্বকাপের সময় ভারতীয় দল উপকৃত হবে। বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, ধোনির উপস্থিতিতে ভারত অবশ্যই উপকৃত হবে।

তিনি বলেন, “ধোনি একজন দুর্দান্ত অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত টি -২০ বিশ্বকাপ, ২০১০ এবং ২০১৬ এশিয়া কাপ, ২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। রেকর্ড অসাধারণ। আইসিসি বিশ্বকাপে দলের সঙ্গে তাঁর মেন্টর হিসেবে থাকা সত্যিই দারুণ।” ধোনির পারফরম্যান্স নিয়ে প্রশংসা করে তিনি বলেছেন, “ধোনিকে সকল খেলোয়াড় সম্মানিত করে। তাকে নিয়ে আসার অর্থ কাউকে ছোট করা নয়। তিনি একটি চমৎকার কাজও করেছেন।”

- Advertisement -

আরও পড়ুন: আইপিএল ২০২১: লিগ পর্যায়ের শেষ দুটি ম্যাচের সময় পরিবর্তন, জেনে নিন

এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, কেন ধোনিকে টি -২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর করা হয়েছে। তিনি এর জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয় -এর উদাহরণ দিয়েছেন। সৌরভের মতে, অস্ট্রেলিয়া ২০১৯ সালের অ্যাশেজ সিরিজের জন্য স্টিভ ওয়কে তাদের পরামর্শদাতা হিসেবে দলে নিয়েছিল। এর কারণে অসিরা অনেক উপকৃত হয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজ ২-২ ড্র করে এবং অ্যাশেজ ধরে রেখেছিল। ধোনিও ভারতীয় দলে একই ভূমিকা পালন করতে পারেন।

আরও পড়ুন: পাকিস্তান ভারতকে দোষারোপ করা বন্ধ করুক: বিসিসিআই

করোনা ভাইরাসের কারণে টি -২০ বিশ্বকাপ ভারত থেকে সরানো হয়েছে। টি -২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে অনুষ্ঠিত হবে। গত বছর করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ বাতিল করা হয়েছিল। বিরাট কোহলির টি -টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার বিষয় নিয়েও অরুণ ধুমাল নীরবতা ভেঙেছেন। ধুমাল বলেন, “বোর্ড তাঁকে পদত্যাগ করতে বলেনি। এটা একেবারে তাঁর নিজের সিদ্ধান্ত। আমরা কেন তাঁকে করতে বলব? তিনি দুর্দান্ত কাজ করছেন।”