Subhash Bhowmick : প্রয়াত কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক 

0
228

 

কলকাতা : ভারতের প্রাক্তন ফুটবলার এবং দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলা সুভাষ ভৌমিক প্রয়াত হয়েছেন। জানা গিয়েছে, সুগার এবং কিডনির অসুখে ভুগছিলেন তিনি। শারীরিক জটিলতার কারণে একবালপুরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। 

- Advertisement -

আরও পড়ুন : CPIM : মার্চের মাঝামাঝি রাজ্য সম্মেলন, লোগো প্রকাশ করে জানাল সিপিএম 

আজ ভোররাতেই চিরনিদ্রায় শায়িত হন এই প্রাক্তন ফুটবলার। গত প্রায় সাড়ে তিন মাস নিয়মিত ডায়ালিসিস চলছিল তার। সেই সঙ্গে হৃদযন্ত্রে গত ২৩ বছর আগে বাইপাস সার্জারি হয়েছিল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য বলেছেন, “বহুদিনের বন্ধু ও অভিভাবককে হারালাম। উনি না থাকলে প্রতিষ্ঠা পেতাম না”। প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা বলেছেন, “কলকাতায় আসার পর আমার প্রথম দিনের বন্ধু ছিলেন, মাঝখানে দুই বছর করোনার কারণে যোগাযোগ কমে গিয়েছিল, আত্মীয় হারাবার যন্ত্রণা অনুভব করছি খবরটা শুনে”। প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন, “বড় মাপের খেলোয়াড়, বড় মাপের কোচ, বড় মাপের মানুষ ছিলেন”। প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের আক্ষেপ, এতো বড় মাপের খেলোয়াড়, কোচ কিন্তু তাকে কোনও জাতীয় পুরস্কার দেওয়া হল না, এটা আমদের দুর্ভাগ্য। 

আরও পড়ুন : UP Election : জিতিন প্রসাদ, ললিতেশ ত্রিপাঠীরা দল ছেড়ে গেলেও তাদের কেন আটকান হয়নি, জবাব দিলেন প্রিয়াঙ্কা 

সুভাষ ভৌমিক ফুটবলার হিসেবে সত্তরের দশকের ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচগুলির নক্ষত্র ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ৬৯টি ম্যাচ খেলেছেন।  শুধু ফুটবলার হিসেবেই নয়, কোচ হিসেবেও নিজের খ্যাতির ইমারত গড়েছিলেন সুভাষ ভৌমিক। বিদেশের মাটিতে প্রথম সফল ভারতীয় ফুটবল কোচ সুভাষ ভৌমিক। তাঁর কোচ জীবনের উল্লেখযোগ্য ঘটনা আশিয়ান জয়। ময়দানে তিনি ছিলেন সকলের প্রিয় ভোম্বল দা।