ফ্যানবেসের লড়াই ভুলে টুইটারে উঠল ঝড়, বিরাটের পাশে ধোনি ভক্তরা

ফ্যান ক্লাবের লড়াই ভুলে ধোনি ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির পাশে থাকার বার্তা দিচ্ছেন। টুইটারে ট্রেন্ডিং #MSDiansStandWithViratKohli.

0
33
these-10-cricketers-ipl-earning-per-minute

খাস খবর ডেস্ক: কাজের চাপ সামলাতে একের পর এক দায়িত্ব ছাড়ছেন বিরাট কোহলি। কয়েকদিন আগেই ভারতের টি -২০ আন্তর্জাতিকের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করলেন বিরাট। এই বছরই শেষ, এরপর আর অধিনায়ক বিরাটকে পাবে না আরসিবি। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একাধিক গুঞ্জন উঠছে ভারত অধিনায়ক হিসেবেও নাকি তাঁকে পছন্দ করেন না তরুণ ক্রিকেটাররা।

অনেকে আবার বলছে, বিসিসিআই নাকি বিরাটকে আর চাইছেন না অধিনায়ক হিসেবে। এই সব বিতর্কের মধ্যেই বিরাটের পাশেই দাঁড়াচ্ছেন ধোনি ভক্তরা। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও বার্তা পোস্ট করে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বিরাট। হ্যাঁ ঠিকই শুনছেন, ফ্যান ক্লাবের লড়াই ভুলে ধোনি ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির পাশে থাকার বার্তা দিচ্ছেন। টুইটারে ট্রেন্ডিং #MSDiansStandWithViratKohli.

- Advertisement -

আরও পড়ুন: ব্রডকে আরো একবার ছয় ছক্কা, ভিডিও পোস্ট করে ডারবানের স্মৃতি ফেরালেন যুবি

তারা বলছে, “বিরাট তার চারপাশে যা ঘটছে তার যোগ্য নন।” টুইটার জুড়ে ছড়িয়ে পড়ছে ধোনি ও বিরাটের ছবি। ধোনিকে বিরাটও কম সম্মান করেন না। ধোনি ও বিরাটের ২২ গজের সেই বন্ধন দেখা গেল তাদের ফ্যানসদের মধ্যেও।

আরও পড়ুন: ‘ইসলাম বিরোধী’, তালিবান শাসনে আফগানিস্তানে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার

রবিবার বিরাট জানিয়ে দেন, “আরসিবির অধিনায়ক হিসেবে এটিই হবে আমার শেষ আইপিএল। আমি আমার শেষ আইপিএল না খেলা পর্যন্ত আরসিবি খেলোয়াড় হিসেবেই থাকব। আমি আরসিবি ফ্যানসদের ধন্যবাদ জানাই আমাকে বিশ্বাস এবং সমর্থন করার জন্য। এটি একটি ছোটো বিরতি, যাত্রার শেষ নয়।”