স্তব্ধ কলকাতায় লণ্ডনের কথা তুলে শাসকদলকে দুষলেন অধীর

0
52

সল্টলেক: ২০১৫ সালের মার্চ মাসে পুলিশকে হেনস্থা করার ঘটনায় বিধাননগর স্পেশাল কোর্টে হাজিরা দিতে আসেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। আদালত চত্বর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। কোর্টে দাঁড়িয়েই রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি।

অধীর বাবু তোপ দেগে বলেন, ‘সরকারকে জিজ্ঞাসা করুন লন্ডন বানানোর কথা ছিল। বৃষ্টিতে সোমবার সারা কলকাতা স্তব্ধ। বন্ধ যান চলাচল ব্যবস্থা। আমাদের বাইরে থেকে আসতে হচ্ছে যেতে পারছি না।’

- Advertisement -

অন্যদিকে, .ত্রিপুরা হাইকোর্টে অনুমতি নিয়ে তৃণমূলের পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, ‘সেটা কোর্ট ঠিক করবে। কোর্টে কেউ যেতেই পারে।’

আরও পড়ুন: বিজেপির অভিসন্ধি প্রকাশ্যে আসায় খারিজ হয়ে গেল অনাস্থা প্রস্তাব

যুবরাজ অভিষেকের ইডি দফতরে হাজিরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ইডিকে জিজ্ঞাসা করুন। আমি কি বলব এটা নিয়ে? কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্তের খাতিরে ইডি ডাকবে। অভিযোগ না থাকলে কোর্টে যাবে। কোর্ট থেকে মুকুব করাবে এটাই তো নিয়ম।’