আজকের ময়দানের খাস খবর (৪ এপ্রিল, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
40
BCCI fined Rishabh Pant, Shardul Thakur and Praveen Amre, banned them for obstructing IPL match

আক্রমণভাগ নিয়ে মধুর সমস্যায় রিয়াল কোচ

রিয়াল ভায়োদলিদের বিপক্ষে হ্যাটট্রিক করতে করিম বেনজেমা সময় নিয়েছেন মাত্র ৭ মিনিট। একই ম্যাচে গোল পেয়েছেন আক্রমণভাগের আরও দুই তারকা রদ্রিগো ও মার্কো অ্যাসেন্সিও। জোড়া অ্যাসিস্ট করে নামের প্রতি সুবিচার করেছেন ভিনিসিউস জুনিয়রও। এমন দাপুটে পারফরম্যান্সে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র দ্বিতীয় লেগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে এমন পারফরম্যান্স মধুর সমস্যায় ফেলেছে কোচ কার্লো আনচেলত্তিকে।

- Advertisement -

আরও পড়ুন: দুঃসংবাদ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন এই ভারতীয় ক্রিকেটার

১৫ বছরে পনেরো বার কোচ বদল করেছে চেলসি

কোচ বদলের জন্য বেশ দুর্নাম ছিল চেলসির সাবেক মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের। হাত ঘুরে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির মালিকানায় এখন মার্কিন ধনকুবের টড বোহলি। গত বছর ঠিক এ সময়ে চেলসির মালিক হন বোহেলি। তবে মালিকানা বদল হলেও কোচ নিয়ে নীতি বদল হয়নি ক্লাবটির।

দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে পন্থের জার্সি ঝোলানোয় বোর্ডের মানা!

গাড়ি দুর্ঘটনার পর এখনও ঋষভ পন্থের চোট সারেনি। সেই কারণেই এবারের আইপিএলে মাঠে নামতে পারছেন না পন্থ। তবে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের তরফে বারংবার-ই জানান হয়েছে, পন্থ না খেললেও দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। এমনকি লখনউয়ের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে ডাগআউটে-ও পন্থের জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। তবে সম্ভবত মরসুমের বাকি ম্যাচগুলিতে আর এমনটা করতে পারবে না দিল্লি।

২০২৬-২৭ পর্যন্ত ইউনাইটেডে লুক শ

ম্যানচেস্টার ইউনাইটেডে পথচলা আরও দীর্ঘ হলো লুক শয়ের। ক্লাবটির সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এই ডিফেন্ডার। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মঙ্গলবার বিষয়টি জানায় ইউনাইটেড। ক্লাবটিতে শয়ের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৩-২৪ পর্যন্ত।

শিরোপার ৪০ বছর পর পদক পাচ্ছেন ফার্গুসন

স্যার অ্যালেক্স ফার্গুসনের অসংখ্য অর্জনে ভরপুর শোকেসে জায়গা পাচ্ছে আরেকটি পদক। স্কটিশ ক্লাব অ্যাবারডিনকে ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা এনে দেওয়ার প্রায় চার দশক পর পদক পাচ্ছেন কিংবদন্তি এই কোচ।

ইস্টবেঙ্গলের কোচ চূড়ান্ত, অপেক্ষা সরকারি ঘোষণার!

ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ৯৯ শতাংশ নিশ্চিত লোবেরো। সামনেই সুপার কাপ। এখনই নতুন কোচের নাম ঘোষণা করলে টুর্নামেন্টের আগে দলের মনোবল ভেঙে যেতে পারে।

কোভিড থেকে নিস্তার নেই, পজিটিভ আইপিএলের ধারাভাষ্যকার!

আইপিএলের ডিজিটাল সম্প্রচারকারী প্ল্যাটফর্মের ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন ৪৫ বছরের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। মঙ্গলবার সকালে কোভিড পজিটিভ হওয়ার খবর দেন আকাশ। টুইট করে নিজেই কোভিড আক্রান্ত হওয়ার খবর জানান তিনি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ডোপিং! মীরাবাঈ চানুর মণিপুরই কলঙ্কিত করল ভারতীয় ক্রীড়ামহলকে

আবার ডোপিংয়ের কালোছায়া ভারতীয় খেলায়। বিশ্ব খেলায় মুখে পুড়ল দেশের। কমনওয়েলথ গেমসে দু’বারের সোনাজয়ী ভারতীয় ভারোত্তোলক ঘিরে প্রশ্ন ছিলই। ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন নিষিদ্ধ ওষুধ নেওয়ার দায়ে। তাঁকে এ বার ৪ বছরের জন্য নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা, আইপিএল থেকে ছিটকে গেলেন আরসিবি তারকা

মরশুমের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুরুটা দারুণভাবে করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলবে আরসিবি। কিন্তু সেই ম্যাচের আগেই বড় ধাক্কা আরসিবি শিবিরে, ছিটকে গেলেন তারকা ব্যাটার। কে তিনি? তিনি আর কেউ নন। মধ্যপ্রদেশের রজত পাতিদার।