মমতা কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশে যুক্ত করতে চান, শাসককে কটাক্ষ দিলীপের

0
92

বিশ্বদীপ ব্যানার্জি: আরও একবার বিতর্কিত মন্তব্যের জেরে নামে দিলীপ ঘোষ। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি তথা সাংসদ শুক্রবার সন্ধ্যায় একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে রাজ্যের শাসক দলকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য। যা আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে তাঁকে।

আরও পড়ুন: বিজেপি নেয়নি, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলে ‘সক্রিয়’ শুভেন্দু ঘনিষ্ঠ নেতা

- Advertisement -

এদিন টুইটারে বাংলাদেশের আওয়ামী লীগের কার্যালয়ের একটি ছবি শেয়ার করেন দিলীপ ঘোষ। আওয়ামী লীগের কার্যালয়ের এই ছবিতে “জয় বাংলা” কথাটি স্পষ্ট দেখা যাচ্ছে। যা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এপার বাংলাতে-ও একটি জনপ্রিয় স্লোগান। আওয়ামী লীগের কার্যলয়ের গায়ে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” খোদিত রয়েছে স্বাভাবিকভাবেই।

এই ছবি শেয়ার করে দিলীপ প্রশ্ন তুলেছেন। “তৃণমূল কংগ্রেসের ‘জয় বাংলা’ স্লোগানের ভিত্তি আসলে কী? এই স্লোগানের উদ্দেশ্য কী? অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অংশ-ই মনে করেন। তৃণমূল বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় রাজ্যকে। ঘুরিয়ে যেন এ কথাই বলতে চাইলেন দিলীপ।

তবে নেটিজেনরা-ও পাল্টা দিয়েছেন বিজেপি সাংসদকে। জনৈক ব্যক্তি লেখেন, “বাংলা সে যে বাংলারই হোক, জয় বাংলা সর্বত্র ব‍্যবহার করা যায়! তার জন‍্য শিক্ষার দরকার পড়ে।” আরেকজন লিখেছেন, “ঘোষ বাবু বাংলা ভাষা তাহলে বাংলাদেশি ভাষা?” কার্যত মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পোস্টটিতে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া এখনও মেলেনি।