আজকের ময়দানের খাস খবর (১৭ মে, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
31
Pakistan cricket shamed, PCB suspended this coach for Sexual Harassment female cricketer

প্রশ্ন রামিজ রাজার: নাজম শেঠি মানসিকভাবে সুস্থ আছেন তো?

এশিয়া কাপ নিয়ে জটিলতা আর থামছেই না। ভারত কোনোক্রমেই খেলতে রাজি নয় পাকিস্তানের মাটিতে। তাই ‘হাইব্রিড’ মডেল হিসেবে পাকিস্তান ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে কোথাও আয়োজনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা ধোপে টেকেনি। এবার পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের মাটিতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন, যা জন্ম দিয়েছে হাস্যরসের। এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন নিয়ে পিসিবি চেয়ারম্যান নাজম শেঠির প্রস্তাব নিয়ে চলছে তুমুল আলোচনা। এশিয়া কাপের আয়োজন রীতিমতো আরেক মহাদেশের মাঠে আয়োজনের প্রস্তাবের পর তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তাদেরই একজন রামিজ রাজা।

- Advertisement -

আরও পড়ুন: ঘরের মাঠেই সমর্থন পেলেন না নবীন, কোহলির নাম করে বিদ্রূপ লখনউয়ের দর্শকদের

বার্সেলোনা ছাড়ছেন ক্রুইফ

বার্সেলোনার সঙ্গে আর চুক্তি নবায়ন করেবেন না ক্লাবটির ক্রীড়া পরিচালক জর্দি ক্রুইফ। চলতি মৌসুম শেষেই ক্লাবের দায়িত্ব ছাড়বেন কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ছেলে ও বার্সেলোনার প্রাক্তন এই খেলোয়াড়। মঙ্গলবার (১৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। চাইনিজ সুপার লিগের দল শেনঝেনের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ২০২১ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ক্রীড়া পরিচালকের দায়িত্ব নেন জর্দি। ক্লাবটির সঙ্গে কিংবদন্তি ক্রুইফের ছেলের দুই বছরের পথচলা শেষ হচ্ছে এবার।

ফাইনালে ওঠা লাউতারো যে রেকর্ডের সামনে

দারুণ মাইলফলক অর্জনের সুযোগ লাউতারো মার্টিনেজের সামনে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ। আর মঙ্গলবার (১৬ মে) ক্লাব ইন্টার মিলানের হয়ে গোল করে নিশ্চিত করেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তার একমাত্র গোলেই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়েছে ইন্টার। আর এক ম্যাচ জিতলেই একটি এলিট ক্লাবে ঢুঁকে পড়বেন এই স্ট্রাইকার।

কোহলি-রোহিতদের ছাড়িয়ে গেলেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা টেক্টর

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সময় কাটিয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। তার পুরস্কারও পেলেন ২৩ বছর বয়সী এই তারকা। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ছাড়িয়ে গেলেন তিনি। টেক্টর ঢুকে গেছেন তালিকার সেরা দশে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ রান করেছিলেন টেক্টর। পরের ম্যাচে শতক আসে তার ব্যাট থেকে। চার নম্বরে খেলতে নেমে ১১৩ বলে ১৪০ রানের জমকালো ইনিংস খেলেছিলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১০টি ছয়ের মার। দ্বিতীয় ম্যাচে তিনি করেন ৪৫ রান। তিন ম্যাচ মিলিয়ে তার সংগ্রহ ২০৬ রান। তিনি সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক-ও।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

চ্যাম্পিয়ন্স লিগ রাতে ‘অঘোষিত ফাইনালে’ ম্যানসিটি-রিয়াল

ইতিহাদে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে কুলিন দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। বার্নাব্যুয়ে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। তাতে দ্বিতীয় লেগের ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। হাইভোল্টেজ ম্যাচের আগে শিষ্যদের নির্ভার রাখছেন সিটি বস পেপ গার্দিওলা। অন্যদিকে আর্লিং হল্যান্ড নয় বরং নিজ শক্তি ভিনিসিয়ুস-বেনজেমাতেই বাজি কার্লো আনচেলত্তির। সিটি-রিয়ালের ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়।

১জুন থেকে নতুন নামে মোহনবাগান

৩১ জুন থেকে মোহনবাগানের নতুন নাম হবে মোহনবাগান সুপারজায়ান্ট। বুধবার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।