Sergio Aguero Retirement: হৃদযন্ত্রের সমস্যা, আগামী সপ্তাহেই অবসর নিচ্ছেন আর্জেন্টাইন তারকা

0
132

খাস খবর ডেস্ক: ম্যানচেস্টার সিটি থেকে ক্যাম্প ন্যুতে ফিরে এসেছিলেন আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো (Sergio Aguero)। গত মাসে বুকে ব্যথার কারণে বার্সেলোনার লা লিগায় দানি আলাভেসকে এই আর্জেন্টাইনের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছিল। গত ৩০ অক্টোবর খেলার মাঝেই মাঠে ছেড়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া গিয়ে পরীক্ষা করা হলে আগুয়েরোর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। এই সমস্যা নিয়ে ফুটবল কেরিয়ার চালিয়ে যাওয়া অসম্ভব।

৩৩ বছর বয়সেই বিদায় জানাতে হতে পারে ফুটবলকে। যদিও আগুয়েরোর ফুটবল ছাড়ার খবর সামনে আসলে তিনি সেই কথা অস্বীকার করেছিলেন। চিকিৎসকদের সঙ্গে তিনি আলোচনা করেছিলেন যে কিভাবে খেলা চালিয়ে যাওয়া যায়। বার্সেলোনাও জানিয়েছিল যে, আপাতত তিন মাস আগুয়েরোকে চিকিৎসকদের পরামর্শে রাখা হবে। কিন্তু ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কেরিয়ার বাঁচাতে গিয়ে জীবনহানি ঘটে যেতে পারে।

- Advertisement -

আরও পড়ুন: দ্রাবিড়ের পরামর্শেই কলকাতা থেকে কানপুর পাড়ি দেবেন Suryakumar Yadav

সাংবাদিক জেরার্ড রোমেরোই সের্জিও আগুয়েরোর অবসরের খবর নিশ্চিত করেছেন। টুইট করে জানিয়ে দিয়েছেন, আগুয়েরো অবসর নিচ্ছেন। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আগুয়েরোর কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ মূহুর্ত তুলে ধরা হয়ছে। আগুয়েরোর কেরিয়ার চমকপ্রসদ। তিনি তার প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে থেকে যাবেন।