Vaccine: টিকা না নিলে হতে পারে জেল হেফাজত, পর্যটন শহর দিঘায় জারি হল নয়া হুঁশিয়ারি

0
98

দিঘা: প্রায় দুই বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই করোনা মহামারী। আর এই মহামারীর জেরে বিপর্যস্ত জনজীবন। তবে দুই বছর কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বিশ্ব। আর এই ভাইরাসের সঙ্গে লড়তে একমাত্র অস্ত্র হল ভ্যাকসিন। কিন্তু প্রথম থেকেই ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে একটা অনীহা তৈরি হয়েছে। যার জেরে অনেকেই ভ্যাকসিন নিচ্ছেন না।

এবার সেই কারনেই ভ্যাকসিন নিয়ে তৎপর হল প্রশাসন। একাধিক হুঁশিয়ারি জারি করেছে প্রশাসন। ভ্যাকসিন না নিলে হতে পারে জেল। শুধু তাই নয় টিকা না নিলে জেল হেফাজতের পাশাপাশি যেতেও পারে চাকরি। একইসঙ্গে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ধরা পড়লে হতে পারে জেল বা জরিমানা দুটোই। এমনই নয়া ফরমান জারি করেছে দিঘা মোহনা কর্তৃপক্ষ।

- Advertisement -

আরও পড়ুন-Murder: ক্যানিংয়ের এর এবার হাওড়ায় মৃত্যু তৃণমূল নেতার, অভিযোগের তীরে বিজেপির দিকে

প্রসঙ্গত, এর আগে পর্যটকদের টিকার ব্যাপারে একাধিক নিয়ম বেঁধে দিয়েছিল দিঘা প্রশাসন। তবে ফের একবার মোহনা এলাকায় ভ্যাকসিনের জন্য প্রচার সুরু করল প্রশাসন। দিঘা মোহনায় ভ্যাকসিনের জন্য এমনি নির্দেশিকা ঘোষণা করলেন সম্পাদক শ্যামসুন্দর দাস। সম্পাদক ঘোষণা করেন, যাঁদের ভ্যাকসিনের কোনও ডোজ নেওয়া হয়নি, তাঁদের তা অবিলম্বে নিতে হবে। টিকা বাধ্যতামূলক। আর যদি কেউ টিকা না পান, তা হলে তার ব্যবস্থা করবে সংস্থাই।

জানা গিয়েছে, প্রথম থেকেই প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়ে অনীহা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। তার ফলেই করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। সেই পরিসংখ্যান দেখে টনক নড়েছে স্বাস্থ্য দফতরের। অন্যদিকে, টিকা পরে রয়েছে একাধিক স্বাস্থ্য কেন্দ্রে। আবার কোথাও কোথাও করোনা টিকার ভুয়ো শংসাপত্রও প্রকাশ্যে এসেছে। এই সব একাধিক কারণেই এবার টিকা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন।