এসসি ইস্টবেঙ্গলে অভিজ্ঞতা সম্পন্ন নয়া গোলকিপার কোচ

0
124

কলকাতা: এই বছর আইএসএল শুরুর আগে একেবারে নয়া কোচিং স্টাফ নিযুক্ত করছে এসসি ইস্টবেঙ্গল। লিভারপুল কিংবদন্তি হেড কোচ রবি ফাউলারকে আগেই বিদায় জানিয়েছে লাল-হলুদ। এসসি ইস্টবেঙ্গলে নয়া কোচ এখন মানোলো ডিয়াজ। এবার কোচিং টিমে যুক্ত হলেন আরও এক নয়া সদস্য। এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ লেস ক্লিভলি।

তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসির যুব দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন। ৫৬ বছর বয়সী এই কোচের অভিজ্ঞতা অনেক। ফুলহ্যাম, সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পারের মত দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার কোচও ছিলেন। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় নয়া গোলকিপার কোচের কথা জানিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

- Advertisement -

আরও পড়ুন: কলকাতাতে নিজস্ব ক্যাফে খুলতে উদ্যোগী লাল-হলুদ ক্লাব

ক্লিভলির কোচিং অভিজ্ঞতা একাধিক শীর্ষ ইংলিশ দলের সঙ্গে অনেক বেশি। লাল-হলুদ শিবিরে অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায় এবং শুভম সেনের মতো গোলকিপারদের স্কিল উন্নতি করতে সাহায্য করবেন ক্লিভলি। ইস্টবেঙ্গল সম্পর্কে ক্লিভলি বলেছেন, “পৃথিবীর এই অংশে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। বাংলাদেশ জাতীয় দলের সেটআপের অংশ হওয়ায় বুঝেছি সেখানে ভক্তরা তাদের ফুটবল নিয়ে খুব আবেগপ্রবণ। আমি অনুভূতি ভালভাবে বুঝতে পারি। এসসি ইস্টবেঙ্গল একটি বড় ফুটবল ক্লাব এবং আমি তাদের অংশ হতে পেরে গর্বিত।”