মেসিকে বার্সেলোনা ছাড়া ভিন দলে দেখতে অস্বস্তি বোধ করছেন এই রিয়াল মাদ্রিদ তারকা

0
23
Real Madrid midfielder Luka Modric on facing PSG superstar in Champions League

সব্যসাচী ঘোষ : গত মরশুমে চাঞ্চল্য ছড়িয়ে এফসি বার্সিলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দেন লিওনেল মেসি। আর এই ট্রান্সফারে হতবাক হয়েছিল গোটা বিশ্ব ফুটবল। এক সময়ে মনে করা হত, বার্সিলোনা ও লিওনেল মেসি সমতূল্য, সেখানে পিএসজি জার্সিতে মেসিকে দেখতে অনেকেই অস্বস্তি বোধ করেছেন। এরকমই একজন হলেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার মিডফিল্ডার লুকা মদ্রিচ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ পর্বে পিএসজির মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। আর সেই ম্যাচের দুই পর্বে মেসিকে বার্সিলোনা ছাড়া অন্য দলের জার্সিতে দেখে অবাক হয়েছিলেন মদ্রিচ। এই নিয়ে এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেছেন, “খুবই অবাক হয়েছিলাম মেসিকে দেখে, এত ক্লাসিকোর পরে, অন্য এক জার্সিতে। নেইমার ও এমবাপ্পের সাথে, ওরা প্রতিভার এক অসাধারণ যুগলবন্দী। তবে আমরা রিয়াল মাদ্রিদ, এবং আমরা আমাদের ছন্দে পেয়ে গেলে, আর সমর্থকদের দারুণ সমর্থনে, আমরা গুড়িয়ে দিই তাদের। সেটি অসাধারণ একটি রাত ছিল, আমার কাছে বিশেষ ছিল।”

- Advertisement -

আরও পড়ুন: IND vs ENG : কপিল দেবের ৪১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বুমরাহ

প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে এসেছিল পিএসজি। কিন্তু করিম বেঞ্জেমার অনবদ্য হ্যাটট্রিকে ৩-২ অ্যাগ্রেগেটে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। প্রথম মরশুমে, পিএসজিকে লিগ ওয়ান জিততে সাহায্য করেছিলেন মেসি, সকল প্রতিযোগিতায় ১১টি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি।