IND vs ENG : কপিল দেবের ৪১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বুমরাহ

0
33
IND vs ENG : Jasprit Bumrah breaks Kapil Dev's 41-year-old record

স্পোর্টস ডেস্ক: এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে পঞ্চম পুনঃনির্ধারিত টেস্টে জসপ্রীত বুমরাহ জ্বলে উঠছেন। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংই হোক, অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম্যান্স ভারতীয় পেসারের। স্টুয়ার্ট ব্রডের ওভারে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন তিনি। এবার কপিল দেবের ৪১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বুমরাহ। এখন তিনি টেস্ট ক্রিকেটে প্রথম ৩০ ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী ভারতীয় পেস বোলার হয়েছেন।

ভারতীয় পেস বোলার হিসেবে প্রথম ৩০ টি টেস্টে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড এর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের দখলে ছিল। কপিল দেব ১২৪ টি উইকেট শিকার করেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ম্যাচে (IND vs ENG) বুমরাহ তিন উইকেট নিয়ে কপিল দেবের এই রেকর্ড ভেঙে দিয়েছেন। বুমরাহ এখন প্রথম ৩০ টি টেস্ট ম্যাচে ১২৬ টি উইকেট নিয়েছেন। বলা বাহুল্য যে, কপিল দেব ১৯৮১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ৩০ তম টেস্ট ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে তিনি নেন মোট ৭ উইকেট।

- Advertisement -

আরও পড়ুন: IND vs ENG : বিরাটের স্লেজিংয়েই বিপত্তি, সেঞ্চুরি বেয়ারস্টোর

বুমরাহ ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে নিজের নাম তৈরি করেছিলেন। আশ্চর্যের বিষয়, এই ৩০ টি ম্যাচের মধ্যে বুমরাহ ঘরের মাঠে খেলেছেন মাত্র ৪ টি টেস্ট। এই সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারে বুমরাহ ৮ বার ৫ উইকেট নিয়েছেন।